হোম > সারা দেশ > চট্টগ্রাম

সিইপিজেডে বিদেশি নাগরিকের মোবাইল ছিনতাই, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে মোবাইল ছিনতাইয়ের ঘটনায় তিনজন গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) বিদেশি নাগরিকের মোবাইল ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার নগরীর ওই এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদ হৃদয় (২৮), ফেরদৌস হাসান (২৯) ও রাজু মজুমদার (৩২)।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম নগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মাহমুদা বেগম জানান, বিদেশি নাগরিকের মোবাইল ছিনতাইয়ের ঘটনায় গতকাল মঙ্গলবার ইপিজেড থানায় মামলা করেন নিউ এরা ফ্যাশনের একজন কর্মচারী। অভিযোগ পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ছিনতাইয়ের সঙ্গে জড়িত তিনজনকে ছুরিসহ গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে।

এর আগে গত সোমবার (৯ জুন) সকালে সিইপিজেডে বেপজা আবাসিক এলাকায় ছিনতাইয়ের শিকার হন ঝিং কিং ঝিন নামের ওই চায়না নারী। তিনি বাজার করার উদ্দেশ্যে বাসা থেকে বেরোনোর পর অজ্ঞাতনামা তিন থেকে চারজন ছিনতাইকারী ছুরির ভয় দেখিয়ে তাঁর মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে যায়। ঝিং কিং ঝিন ইপিজেডে নিউ এরা ফ্যাশন বিডি লিমিটেড কারখানার টেকনিশিয়ান পদে চাকরি করেন।

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ

বোয়ালখালীতে আগুনে পুড়ল গোয়ালঘরসহ ৩ বসতঘর, দগ্ধ হয়ে ৩ গরুর মৃত্যু

চট্টগ্রাম-৬: বিএনপির প্রার্থীরা কোটিপতি, জামায়াত প্রার্থীর নগদ টাকা নেই

নাব্যতা-সংকটে পায়রা বন্দরের জাহাজ ভিড়ছে চট্টগ্রামে

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ

মোটরসাইকেল থামিয়ে ইয়াবা সেবনের জন্য ৫০০ টাকা দাবি, না দেওয়ায় খুন