হোম > সারা দেশ > চট্টগ্রাম

সিইপিজেডে বিদেশি নাগরিকের মোবাইল ছিনতাই, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে মোবাইল ছিনতাইয়ের ঘটনায় তিনজন গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) বিদেশি নাগরিকের মোবাইল ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার নগরীর ওই এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদ হৃদয় (২৮), ফেরদৌস হাসান (২৯) ও রাজু মজুমদার (৩২)।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম নগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মাহমুদা বেগম জানান, বিদেশি নাগরিকের মোবাইল ছিনতাইয়ের ঘটনায় গতকাল মঙ্গলবার ইপিজেড থানায় মামলা করেন নিউ এরা ফ্যাশনের একজন কর্মচারী। অভিযোগ পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ছিনতাইয়ের সঙ্গে জড়িত তিনজনকে ছুরিসহ গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে।

এর আগে গত সোমবার (৯ জুন) সকালে সিইপিজেডে বেপজা আবাসিক এলাকায় ছিনতাইয়ের শিকার হন ঝিং কিং ঝিন নামের ওই চায়না নারী। তিনি বাজার করার উদ্দেশ্যে বাসা থেকে বেরোনোর পর অজ্ঞাতনামা তিন থেকে চারজন ছিনতাইকারী ছুরির ভয় দেখিয়ে তাঁর মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে যায়। ঝিং কিং ঝিন ইপিজেডে নিউ এরা ফ্যাশন বিডি লিমিটেড কারখানার টেকনিশিয়ান পদে চাকরি করেন।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল