হোম > সারা দেশ > চট্টগ্রাম

সিইপিজেডে বিদেশি নাগরিকের মোবাইল ছিনতাই, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে মোবাইল ছিনতাইয়ের ঘটনায় তিনজন গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) বিদেশি নাগরিকের মোবাইল ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার নগরীর ওই এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদ হৃদয় (২৮), ফেরদৌস হাসান (২৯) ও রাজু মজুমদার (৩২)।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম নগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মাহমুদা বেগম জানান, বিদেশি নাগরিকের মোবাইল ছিনতাইয়ের ঘটনায় গতকাল মঙ্গলবার ইপিজেড থানায় মামলা করেন নিউ এরা ফ্যাশনের একজন কর্মচারী। অভিযোগ পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ছিনতাইয়ের সঙ্গে জড়িত তিনজনকে ছুরিসহ গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে।

এর আগে গত সোমবার (৯ জুন) সকালে সিইপিজেডে বেপজা আবাসিক এলাকায় ছিনতাইয়ের শিকার হন ঝিং কিং ঝিন নামের ওই চায়না নারী। তিনি বাজার করার উদ্দেশ্যে বাসা থেকে বেরোনোর পর অজ্ঞাতনামা তিন থেকে চারজন ছিনতাইকারী ছুরির ভয় দেখিয়ে তাঁর মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে যায়। ঝিং কিং ঝিন ইপিজেডে নিউ এরা ফ্যাশন বিডি লিমিটেড কারখানার টেকনিশিয়ান পদে চাকরি করেন।

ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নেতা-কর্মীদের প্রতি গোলাম আকবরের আহ্বান

বোয়ালখালীতে শিকলে বেঁধে রিকশাচালককে নির্যাতন, উদ্ধার করল পুলিশ

কুমিল্লায় নির্বাচনের মিছিলে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু

চাঁদপুরে ট্রাকচাপায় শিশু নিহত

এবার আমরা সরকার গঠন করব: জামায়াত নেতা ডা. তাহের

ভাসানচর থেকে পালিয়ে আসা শিশুসহ ৭ রোহিঙ্গা আটক

চট্টগ্রামে সুন্নিজোট প্রার্থীর গাড়িতে হামলা

সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

নিহত র‍্যাব কর্মকর্তা মোতালেব হোসেনের কবর জিয়ারত করলেন বিএনপি নেতারা

মতলব উত্তর যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার