হোম > সারা দেশ > চাঁদপুর

মতলব দক্ষিণে ৩ বছর ধরে নদীতে ডুবে আছে ফেরি

মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুর জেলা সড়ক ও জনপথ বিভাগ কর্তৃপক্ষের অবহেলায় মতলব সেতুর নিচে নদীর পানিতে তিন বছর ধরে ডুবে আছে ফেরিসহ যন্ত্রাংশ। চাঁদপুরের মতলব দক্ষিণের ধনাগোদা এলাকায় পড়ে থাকা এই ফেরিটি দেখার মতো নেই কেউ। এতে করে নষ্ট হচ্ছে সরকারের কোটি কোটি টাকার সম্পদ। 

সরেজমিনে দেখা যায়, কচুরিপানা আবৃত করে রেখেছে ফেরিটি। তিন বছর আগে মতলব সেতুর উদ্বোধন করা হলেও আজ পর্যন্ত সেতুর নির্মাণকাজে ব্যবহৃত ফেরিটি অযত্ন-অবহেলায় পড়ে আছে পানির নিচে। 

সড়ক ও জনপথের কর্মকর্তা ও কর্মচারীরা প্রায় প্রতিদিন এই সেতু দিয়ে চলাচল করলেও এটি উদ্ধারে নীরব ভূমিকা পালন করছেন তাঁরা। স্থানীয় লোকজন জানান, সরকারের এত গুরুত্বপূর্ণ সম্পদ এভাবে পানির নিচে অযত্ন-অবহেলায় পড়ে থেকে নষ্ট হচ্ছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে পড়ছে না। এ ব্যাপারে সরকারের রাজস্ব রক্ষায় যোগাযোগমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু দৃষ্টি কামনা করেছেন তাঁরা। 

এ বিষয়ে চাঁদপুর জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আতাউর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি যান্ত্রিক শাখার দায়িত্বে রয়েছে। ফেরিটি সরিয়ে নেওয়ার জন্য আমি তাদের চিঠি দিয়েছি।’ 

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু