হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে জাটকা বিক্রির দায়ে ২ জনের জেল-জরিমানা

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরে জাটকা বিক্রির দায়ে দুইজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ১০০ কেজি জাটকা জব্দ করা হয়। আজ বুধবার (২২ মার্চ) সকাল ৬টার দিকে জেলার মতলব উত্তর উপজেলার এখলাছপুর ও ছেংগারচর বাজারে অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আল এমরান খান। সাজাপ্রাপ্তরা হলেন রুহুল আমিন (৩৫) ও আমিন উদ্দিন (৩৪)। তাঁদের কাছ থেকে জব্দ করা জাটকা স্থানীয় চারটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে ছেংগারচর বাজার ও এখলাছপুর এলাকার মৎস্য আড়তে যৌথ অভিযান চালায় উপজেলার মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসন। অভিযানে প্রায় ১০০ কেজি জাটকা জব্দ করা হয়। পাশাপাশি জাটকা বিক্রি ও সরবরাহের দায়ে ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করা হয়। পরে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম বলেন, ‘ইলিশ আমাদের জাতীয় সম্পদ। আমাদের দেশের অর্থনীতির চাকা সচল রাখতে ইলিশ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আমাদের সবার উচিত মা ইলিশ ও জাটকা ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকা।’

এ নিয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আল এমরান খান বলেন, ‘প্রজননের জন্য নিষেধাজ্ঞার মধ্যে জাটকা ইলিশ কেনাবেচা দুটোই নিষিদ্ধ। যারা এর সঙ্গে জড়িত থাকবে তাদের আইনের আওতায় আনা হবে। আমরা আজ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাটকা জব্দের পাশাপাশি দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল জরিমানা করেছি। আমাদের এই অভিযান সব সময় অব্যাহত থাকবে।’

জাটকা ইলিশ রক্ষায় গত ১ মার্চ থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত মেঘনা ও পদ্মা নদীতে জাটকা মাছ ধরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এই দুই মাস জাটকা পরিবহন, বিক্রি ও বাজারজাতকরণও নিষিদ্ধ করা হয়েছে।

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত