হোম > সারা দেশ > চট্টগ্রাম

মিরসরাইয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কারখানা শ্রমিক নিহত

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম) কারখানার শ্রমিক সোকেল আহাম্মদ (৩২) নিহত হয়েছেন। আজ মঙ্গলবার উপজেলার জোরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকায় অবস্থিত বিএসআরএম কারখানার স্ক্র্যাপ ইয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত সোকেল আহাম্মদ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার মহেশপুর এলাকার সুরুজ মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বিএসআরএম কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিল। 

জানা গেছে, আজ বিএসআরএম কারখানায় কাজ করার সময় সিলিন্ডার বিস্ফোরণে সোকেল গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা সোকেলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান তিনি। 

এ বিষয়ে বিএসআরএম কারখানার মিরসরাই ইউনিটের ব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন মোল্লা বলেন, ‘আজ সোকেল নামে এক শ্রমিক নিহত হয়েছেন। তবে তিনি আমাদের কোম্পানির শ্রমিক নন। কোম্পানিতে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান হাজেরা এন্টারপ্রাইজের অধীনে কর্মরত ছিলেন তিনি। আমি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকের সঙ্গে যোগাযোগ করেছি। আলোচনা করে নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে।’ 

জোরারগঞ্জ থানার পরিদর্শক (ওসি) জাহেদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি চমেক হাসপাতালের মেডিকেলে রয়েছেন। সেখান থেকে থানায় এনে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু