হোম > সারা দেশ > চট্টগ্রাম

মিরসরাইয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কারখানা শ্রমিক নিহত

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম) কারখানার শ্রমিক সোকেল আহাম্মদ (৩২) নিহত হয়েছেন। আজ মঙ্গলবার উপজেলার জোরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকায় অবস্থিত বিএসআরএম কারখানার স্ক্র্যাপ ইয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত সোকেল আহাম্মদ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার মহেশপুর এলাকার সুরুজ মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বিএসআরএম কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিল। 

জানা গেছে, আজ বিএসআরএম কারখানায় কাজ করার সময় সিলিন্ডার বিস্ফোরণে সোকেল গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা সোকেলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান তিনি। 

এ বিষয়ে বিএসআরএম কারখানার মিরসরাই ইউনিটের ব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন মোল্লা বলেন, ‘আজ সোকেল নামে এক শ্রমিক নিহত হয়েছেন। তবে তিনি আমাদের কোম্পানির শ্রমিক নন। কোম্পানিতে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান হাজেরা এন্টারপ্রাইজের অধীনে কর্মরত ছিলেন তিনি। আমি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকের সঙ্গে যোগাযোগ করেছি। আলোচনা করে নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে।’ 

জোরারগঞ্জ থানার পরিদর্শক (ওসি) জাহেদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি চমেক হাসপাতালের মেডিকেলে রয়েছেন। সেখান থেকে থানায় এনে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

নিহত র‍্যাব কর্মকর্তা মোতালেব হোসেনের কবর জিয়ারত করলেন বিএনপি নেতারা

মতলব উত্তর যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই

ফেনীতে মাধ্যমিক বিদ্যালয়ে দুর্বৃত্তের আগুন

পরিত্যক্ত পানিতে লবণ তৈরি

মিরসরাইয়ে জমি নিয়ে বিরোধে শিশুকে আছাড় মেরে হত্যা, মাকে মারধর

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৯ জন কারাগারে

চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়াল নভোএয়ার

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর