হোম > সারা দেশ > চাঁদপুর

রিজভীর স্বাক্ষর জাল করে চাঁদপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত

চাঁদপুর প্রতিনিধি

ফেসবুকে প্রচার হওয়া সংবাদ বিজ্ঞপ্তি। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষর জাল করে চাঁদপুর কচুয়া উপজেলা ও পৌর বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়। রুহুল কবির রিজভী জানিয়েছেন, একটি কুচক্রী মহল অসৎ উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তাঁর স্বাক্ষর জাল করে ভুয়া সংবাদ বিজ্ঞপ্তি ফেসবুকে প্রচার করেছেন।

আজ সোমবার সকালে বিএনপির দপ্তর থেকে এক পত্রে রুহুল কবির রিজভী বলেন, কোনো স্বার্থান্বেষী কুচক্রী মহল আমার স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করে। ফেসবুকে পোস্ট করা বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।

পত্রে তিনি আরও জানান, উল্লিখিত সংবাদ বিজ্ঞপ্তি আমার স্বাক্ষরে বিএনপি’র দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি। এটি সম্পূর্ণ বানোয়াট ও ভুয়া। ফেসবুকে আমার স্বাক্ষর জাল করে প্রচারিত ভুয়া প্রেস বিজ্ঞপ্তি টির বিষয়ে দলের সব পর্যায়ের নেতা-কর্মীকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো।

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এই বিষয়ে বলেন, কচুয়া উপজেলা ও পৌর বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়নি। সিনিয়র যুগ্ম মহাসচিবের স্বাক্ষর জাল করে ফ্যাসিস্টদের দোসর ও স্বার্থান্বেষী মহল ফেসবুকে কমিটি বিলুপ্তির ঘটনা প্রচার করে। এ ব্যাপারে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক পত্র মারফত বিষয়টি তুলে ধরেছেন।

ভাসানচর থেকে পালিয়ে আসা শিশুসহ ৭ রোহিঙ্গা আটক

চট্টগ্রামে সুন্নিজোট প্রার্থীর গাড়িতে হামলা

সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

নিহত র‍্যাব কর্মকর্তা মোতালেব হোসেনের কবর জিয়ারত করলেন বিএনপি নেতারা

মতলব উত্তর যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই

ফেনীতে মাধ্যমিক বিদ্যালয়ে দুর্বৃত্তের আগুন

পরিত্যক্ত পানিতে লবণ তৈরি

মিরসরাইয়ে জমি নিয়ে বিরোধে শিশুকে আছাড় মেরে হত্যা, মাকে মারধর

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৯ জন কারাগারে