হোম > সারা দেশ > চাঁদপুর

মতলব উত্তরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে ইমাম নিহত

চাঁদপুর ও মতলব উত্তর প্রতিনিধি

চাঁদপুরের মতলব উত্তরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে আলমগীর হোসেন প্রধান (৫০) নামের এক মসজিদের ইমাম নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের লুধুয়া গ্রামের প্রধানিয়া বাড়িতে এই ঘটনা ঘটে। পরে ছোট ভাইকে আটক করেছে পুলিশ।

নিহতের মেয়ে খালেদা বেগম বলেন, তাঁর বাবা ঢাকার একটি মসজিদে ইমামতি করেন। এলাকায় ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করার জন্য গতকাল বৃহস্পতিবার বাড়ি আসেন তিনি। সকালে তাঁর চাচা বাড়িতে গাছ কাটছিলেন। তখন তাঁর বাবা গাছ কাটায় বাধা দিলে একপর্যায়ে চাচা লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। তাতে তাঁর বাবা মাটিতে লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় আজগর মোল্লা বলেন, আলমগীর হোসেনের স্ত্রী ও ছেলেমেয়ের ডাকচিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই এলাকার আবুল কাশেম বলেন, ‘নিহত আলমগীর হোসেনরা ছয় ভাই। সম্পত্তি নিয়ে ভাইদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। অভিযুক্ত শুক্কুর প্রধান এলাকায় উগ্র স্বভাবের লোক হিসেবে পরিচিত।’

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কৌশিক হাওলাদার বলেন, ‘বেলা পৌনে ১১টার দিকে ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁর মাথায় প্রচণ্ড আঘাতে নাক দিয়ে রক্ত ঝরছিল। মস্তিষ্কের রক্তক্ষরণের কারণেই মৃত্যু হয়ে থাকতে পারে।’

এ বিষয়ে জানতে চাইলে মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ছানোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ওই ব্যক্তির লাশ উদ্ধার করে বিকেলে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে। অভিযুক্ত শুক্কুর হোসেন প্রধানকে আটক করা হয়েছে।

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে