হোম > সারা দেশ > কক্সবাজার

নিখোঁজের ২০ দিন পর ধানখেতে মিলল কিশোরের লাশ, শরীরে আঘাতের চিহ্ন 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে নিখোঁজের ২০ দিন পর ধানখেত থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের বালুখালী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত কিশোর মো. উসমান (১৭) বালুখালী এলাকার শমসু আলমের ছেলে। গত ২১ এপ্রিল থেকে সে নিখোঁজ ছিল। 

নিহতের বাবা শমসু আলম বলেন, ‘টমটম চুরির অপবাদে ২০ দিন আগে উসমানকে নানাভাবে হেনস্তা করে ও হুমকি দেয় স্থানীয় আবদুল আজিজের ছেলে জহুর মিয়া। এরপর থেকে সে নিখোঁজ ছিল। অবশেষে গতকাল সকালে ধানখেতে তার লাশ পাওয়া যায়। আমার সন্দেহ, জহুর মিয়া আমার ছেলেকে খুন করেছে।’

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল বালুখালী এলাকার ধানখেতে এক কিশোরের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে পুলিশ দুপুরের দিকে গিয়ে লাশ উদ্ধার করে। 

সুরতহাল প্রতিবেদনে লাশের পেটে ও পিঠে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একদিন আগে তাকে ছুরিকাঘাতে কিশোরকে হত্যা করে ধানখেতে ফেলে রাখা হয়েছে।

ওসি মুহাম্মদ ওসমান গনি বলেন, ‘কক্সবাজার সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে