হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে ট্রলি উল্টে নিহত ১ 

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে ট্রলি উল্টে গিয়ে মাহাম্মদ (৩২) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে লক্ষ্মীপুর-রায়পুর আঞ্চলিক মহাসড়কের সোনাপুর সিকদার রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন। 

এ ঘটনায় আহত মো. ইউসুফ (৪৫) ও আব্দুল করিমকে (৪০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত মাহাম্মদ দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের উদমারা গ্রামের দুই নম্বর ওয়ার্ডের নয়া বাড়ির নুরুল আমিনের ছেলে। আহত দুজনও একই গ্রামের বাসিন্দা ও পেশায় নির্মাণ শ্রমিক। 

পুলিশ সূত্রে জানা যায়, ভবন নির্মাণের সিমেন্ট বালু মেশানোর যন্ত্র চালানোর কাজ করেন তাঁরা। প্রতিদিনের মতো কাজ শেষে ট্রলিতে চেপে বাড়ি যাচ্ছিলেন। পথে একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে ট্রলিটি রাস্তায় উল্টে পড়ে দুর্ঘটনাটি ঘটে। 

রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ফাহমিদা ফাইজা বলেন, ‘মুমূর্ষু অবস্থায় ওই ব্যাক্তিকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। আঘাত গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়। পথে মারা যান তিনি।’ 

দক্ষিণ চর আবাবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাওলাদার নুরে আলম জিকু বলেন, ‘মাহাম্মদ ঢালাই মেশিন চালিয়েই সংসার চালাতেন। তাঁর তিনটি সন্তান ছিল। আইনগত প্রক্রিয়া শেষ করে তাঁর দাফন ও পরবর্তী কাজে আমাদের সহযোগিতা থাকবে।’ 

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, ‘এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’

চট্টগ্রামে সুন্নিজোট প্রার্থীর গাড়িতে হামলা

সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

নিহত র‍্যাব কর্মকর্তা মোতালেব হোসেনের কবর জিয়ারত করলেন বিএনপি নেতারা

মতলব উত্তর যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই

ফেনীতে মাধ্যমিক বিদ্যালয়ে দুর্বৃত্তের আগুন

পরিত্যক্ত পানিতে লবণ তৈরি

মিরসরাইয়ে জমি নিয়ে বিরোধে শিশুকে আছাড় মেরে হত্যা, মাকে মারধর

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৯ জন কারাগারে

চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়াল নভোএয়ার