হোম > সারা দেশ > চট্টগ্রাম

আনোয়ারায় বিদ্যুতায়িত হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে মোহাম্মদ ইমরান উদ্দীন (৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ। নিহত ইমরান উদ্দীন নোয়াখালীর হাতিয়া উপজেলার মৃত রবিউল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৈরাগ ইউনিয়নের বন্দর সেন্টার এলাকায় ইউনিয়ন পরিষদের পাশে স্থানীয় বাসিন্দা আরব খাঁন এন মার্কেটের ছাদের ঢালাইয়ের (সেন্টারিং) কাজ করার সময় বিল্ডিংয়ের পাশের বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হন মোহাম্মদ ইমরান উদ্দীন। ঘটনাস্থলেই মারা যান তিনি। ঘটনার পর আনোয়ারা ফায়ার সার্ভিস এসে মরদেহ উদ্ধার করে। এ সময় কর্ণফুলী থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। 

আনোয়ারা উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ বেলাল হোসেন বলেন, বিদ্যুতায়িত নির্মাণ শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে আজ সকালে আনোয়ারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। 

কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ বলেন, নির্মাণাধীন একটি বাড়িতে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে ওই শ্রমিক মারা গেছেন। ঘটনার পর নিহতের পরিবারে খবর দেওয়া হয়েছে। 

অফিসার ইনচার্জ আরও বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু