হোম > সারা দেশ > চট্টগ্রাম

আনোয়ারায় বিদ্যুতায়িত হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে মোহাম্মদ ইমরান উদ্দীন (৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ। নিহত ইমরান উদ্দীন নোয়াখালীর হাতিয়া উপজেলার মৃত রবিউল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৈরাগ ইউনিয়নের বন্দর সেন্টার এলাকায় ইউনিয়ন পরিষদের পাশে স্থানীয় বাসিন্দা আরব খাঁন এন মার্কেটের ছাদের ঢালাইয়ের (সেন্টারিং) কাজ করার সময় বিল্ডিংয়ের পাশের বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হন মোহাম্মদ ইমরান উদ্দীন। ঘটনাস্থলেই মারা যান তিনি। ঘটনার পর আনোয়ারা ফায়ার সার্ভিস এসে মরদেহ উদ্ধার করে। এ সময় কর্ণফুলী থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। 

আনোয়ারা উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ বেলাল হোসেন বলেন, বিদ্যুতায়িত নির্মাণ শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে আজ সকালে আনোয়ারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। 

কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ বলেন, নির্মাণাধীন একটি বাড়িতে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে ওই শ্রমিক মারা গেছেন। ঘটনার পর নিহতের পরিবারে খবর দেওয়া হয়েছে। 

অফিসার ইনচার্জ আরও বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নেতা-কর্মীদের প্রতি গোলাম আকবরের আহ্বান

বোয়ালখালীতে শিকলে বেঁধে রিকশাচালককে নির্যাতন, উদ্ধার করল পুলিশ

কুমিল্লায় নির্বাচনের মিছিলে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু

চাঁদপুরে ট্রাকচাপায় শিশু নিহত

এবার আমরা সরকার গঠন করব: জামায়াত নেতা ডা. তাহের

ভাসানচর থেকে পালিয়ে আসা শিশুসহ ৭ রোহিঙ্গা আটক

চট্টগ্রামে সুন্নিজোট প্রার্থীর গাড়িতে হামলা

সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

নিহত র‍্যাব কর্মকর্তা মোতালেব হোসেনের কবর জিয়ারত করলেন বিএনপি নেতারা

মতলব উত্তর যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার