হোম > সারা দেশ > চট্টগ্রাম

চার শিক্ষকের তিনজনই করোনাক্রান্ত, ক্লাস নিচ্ছেন পার্শ্ববর্তী স্কুলের দুই শিক্ষক

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ৬ নম্বর পোমরা ইউনিয়নের বাচাশাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দুই সহকারী শিক্ষক করোনাক্রান্ত হয়ে আইসোলেশন আছেন। ওই বিদ্যালয়ে শিক্ষকই ছিলেন মাত্র চারজন। তিনজন আইসোলেশনে থাকায় এখন ক্লাস চলছে পার্শ্ববর্তী বিদ্যালয়ের দুজন শিক্ষকের সহযোগিতা নিয়ে। রাঙ্গুনিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা সূত্রে এ তথ্য জানা যায়। 

উপজেলা শিক্ষা কর্মকর্তা সূত্র জানা যায়, বাচাশাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিজিয়া সুলতানা, সহকারী শিক্ষক মিনু রাণী কর ও সাজেদা পারভিনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ কারণে তাঁরা তিনজনই নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। প্রধান শিক্ষক রিজিয়া সুলতানা ১০ জানুয়ারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। নমুনা পরীক্ষায় ১১ জানুয়ারি তাঁর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। করোনা উপসর্গ থাকায় ওই দিন স্কুলের অপর তিন শিক্ষকও নমুনা পরীক্ষায় দেন। এর পরদিন শিক্ষক শামসুল হক ছাড়া অন্য দুজন শিক্ষক মিনু ও সাজেদা পারভীনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। 

সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা লায়লা বিলকিস আজকের পত্রিকাকে বলেন, ‘বিদ্যালয়টির চার শিক্ষকের মধ্যে তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন। জেলা শিক্ষা কর্মকর্তার পরামর্শ অনুযায়ী পাশের স্কুল থেকে দুজন শিক্ষক এনে স্কুল চালানো হচ্ছে। করোনায় আক্রান্ত তিন শিক্ষক নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।’ 

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প