হোম > সারা দেশ > চট্টগ্রাম

চার শিক্ষকের তিনজনই করোনাক্রান্ত, ক্লাস নিচ্ছেন পার্শ্ববর্তী স্কুলের দুই শিক্ষক

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ৬ নম্বর পোমরা ইউনিয়নের বাচাশাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দুই সহকারী শিক্ষক করোনাক্রান্ত হয়ে আইসোলেশন আছেন। ওই বিদ্যালয়ে শিক্ষকই ছিলেন মাত্র চারজন। তিনজন আইসোলেশনে থাকায় এখন ক্লাস চলছে পার্শ্ববর্তী বিদ্যালয়ের দুজন শিক্ষকের সহযোগিতা নিয়ে। রাঙ্গুনিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা সূত্রে এ তথ্য জানা যায়। 

উপজেলা শিক্ষা কর্মকর্তা সূত্র জানা যায়, বাচাশাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিজিয়া সুলতানা, সহকারী শিক্ষক মিনু রাণী কর ও সাজেদা পারভিনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ কারণে তাঁরা তিনজনই নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। প্রধান শিক্ষক রিজিয়া সুলতানা ১০ জানুয়ারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। নমুনা পরীক্ষায় ১১ জানুয়ারি তাঁর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। করোনা উপসর্গ থাকায় ওই দিন স্কুলের অপর তিন শিক্ষকও নমুনা পরীক্ষায় দেন। এর পরদিন শিক্ষক শামসুল হক ছাড়া অন্য দুজন শিক্ষক মিনু ও সাজেদা পারভীনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। 

সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা লায়লা বিলকিস আজকের পত্রিকাকে বলেন, ‘বিদ্যালয়টির চার শিক্ষকের মধ্যে তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন। জেলা শিক্ষা কর্মকর্তার পরামর্শ অনুযায়ী পাশের স্কুল থেকে দুজন শিক্ষক এনে স্কুল চালানো হচ্ছে। করোনায় আক্রান্ত তিন শিক্ষক নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।’ 

ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নেতা-কর্মীদের প্রতি গোলাম আকবরের আহ্বান

বোয়ালখালীতে শিকলে বেঁধে রিকশাচালককে নির্যাতন, উদ্ধার করল পুলিশ

কুমিল্লায় নির্বাচনের মিছিলে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু

চাঁদপুরে ট্রাকচাপায় শিশু নিহত

এবার আমরা সরকার গঠন করব: জামায়াত নেতা ডা. তাহের

ভাসানচর থেকে পালিয়ে আসা শিশুসহ ৭ রোহিঙ্গা আটক

চট্টগ্রামে সুন্নিজোট প্রার্থীর গাড়িতে হামলা

সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

নিহত র‍্যাব কর্মকর্তা মোতালেব হোসেনের কবর জিয়ারত করলেন বিএনপি নেতারা

মতলব উত্তর যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার