হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে অস্ত্রসহ ১১টি মামলার পলাতক আসামি গ্রেপ্তার

প্রতিনিধি, চট্টগ্রাম

চট্টগ্রামের বিভিন্ন থানায় ১১টি মামলার পলাতক আসামি রুবেল (২৮) কে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে ডবলমুরিং থানা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছে থেকে একটি দেশীয় এলজি, এক রাউন্ড কার্তুজ, একটি ছোরা এবং ছিনতাইকৃত ৮ আনা ওজনের স্বর্ণের চেইন উদ্ধার করা হয়।

জানা যায়, গত ১৯ জুলাই কোতোয়ালী থানার আন্দরকিল্লা এলাকায় একটি ছিনতাইয়ের ঘটনার পর রুবেল পলাতক ছিল। পরে আজ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছে থেকে একটি দেশীয় এলজি, এক রাউন্ড কার্তুজ, একটি ছোরা এবং ছিনতাইকৃত ৮ আনা ওজনের স্বর্ণের চেইন উদ্ধার করা হয়। এর আগে ছিনতাইয়ের স্বর্ণ কেনার অভিযোগে ক্রেতা সুজন ধর (৩৭) কে বায়েজিদ ডেবারপাড় থেকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় ডবলমুরিং থানার এস আই অর্ণব বাদী হয়ে রুবেল এবং তাঁর পলাতক সহযোগী জামাল প্রকাশ বুষ্টার জামালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন। এ ছাড়া গ্রেপ্তারকৃত রুবেলের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ১১টি মামলা আছে।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, গ্রেপ্তারকৃত রুবেলের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ১১টি মামলা আছে।

দাবি পূরণে প্রয়োজনে আবারও ৫ আগস্ট হবে: ৮ দলের সমাবেশে জামায়াত আমির

কর্ণফুলীতে অস্ত্রসহ যুবক আটক

বাসার দরজা ভেঙে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

একমঞ্চে ৬১ চিকিৎসা গবেষণাপত্র উপস্থাপন

চবির শাটলে বসা নিয়ে বাগ্‌বিতণ্ডা, শিক্ষার্থীকে মারধর

রাউজানে ৪টি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে হামলা, একজন বলছিলেন—‘গুলি কর’

পার্বত্য চুক্তির বর্ষপূর্তির অনুষ্ঠান থেকে ফেরার পথে গ্রেপ্তার আইনজীবী জামিনে মুক্ত

চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারার প্রতিবাদে দিনে লাল পতাকা, রাতে মশাল মিছিল

চমেক হাসপাতালে সেবা বন্ধ রেখে অর্ধদিবস কর্মবিরতি