হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে অস্ত্রসহ ১১টি মামলার পলাতক আসামি গ্রেপ্তার

প্রতিনিধি, চট্টগ্রাম

চট্টগ্রামের বিভিন্ন থানায় ১১টি মামলার পলাতক আসামি রুবেল (২৮) কে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে ডবলমুরিং থানা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছে থেকে একটি দেশীয় এলজি, এক রাউন্ড কার্তুজ, একটি ছোরা এবং ছিনতাইকৃত ৮ আনা ওজনের স্বর্ণের চেইন উদ্ধার করা হয়।

জানা যায়, গত ১৯ জুলাই কোতোয়ালী থানার আন্দরকিল্লা এলাকায় একটি ছিনতাইয়ের ঘটনার পর রুবেল পলাতক ছিল। পরে আজ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছে থেকে একটি দেশীয় এলজি, এক রাউন্ড কার্তুজ, একটি ছোরা এবং ছিনতাইকৃত ৮ আনা ওজনের স্বর্ণের চেইন উদ্ধার করা হয়। এর আগে ছিনতাইয়ের স্বর্ণ কেনার অভিযোগে ক্রেতা সুজন ধর (৩৭) কে বায়েজিদ ডেবারপাড় থেকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় ডবলমুরিং থানার এস আই অর্ণব বাদী হয়ে রুবেল এবং তাঁর পলাতক সহযোগী জামাল প্রকাশ বুষ্টার জামালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন। এ ছাড়া গ্রেপ্তারকৃত রুবেলের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ১১টি মামলা আছে।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, গ্রেপ্তারকৃত রুবেলের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ১১টি মামলা আছে।

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ