হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

আখাউড়ায় তাহেরীর ভক্তদের বিরুদ্ধে পুলিশের মাথা ফাটানোর অভিযোগ

আখাউড়া প্রতিনিধি 

আখাউড়ায় হামলায় আহত পুলিশের এসআই। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাওলানা গিয়াস উদ্দিন তাহেরীর ভক্তদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার বিকেলে উপজেলার মোগরা ইউনিয়নের নিলাখাদ এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) গুরুতর আহত হয়েছেন।

আহত এসআই বাবুল মিয়া বলেন, মাওলানা গিয়াস উদ্দিন তাহেরীর মাহফিল চলছিল। মাহফিল তাড়াতাড়ি শেষ করার কথা বলে তিনিসহ অন্য পুলিশ সদস্যরা চলে আসছিলেন। এ সময় তাঁদের ওপর হামলা হয়। মাহফিল থেকে পুলিশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।

বাবুল মিয়া আরও বলেন, হামলায় তাঁর মাথা ফেটে গেছে এবং বাঁ হাতে আঘাত পেয়েছেন। তিনি আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে থানায় ফিরেছেন।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রাজীব হাসান বলেন, আহত পুলিশ সদস্যের মাথায় তিনটি সেলাই দেওয়া হয়েছে। বাঁ হাতেও প্রচণ্ড আঘাত পেয়েছেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘মাহফিলের অনুমতি না থাকায় কর্তৃপক্ষকে মাহফিল সংক্ষিপ্ত করতে বলা হয়। এ সময় মাওলানা তাহেরী পুলিশের বিরুদ্ধে উসকানিমূলক কথা বলেন। পরে পুলিশ সদস্যরা ফিরে আসার পথে তাহেরীর ভক্তদের ছোড়া ঢিলে পুলিশের এসআই মাথায় আঘাত পান। খবর পেয়ে আমি নিজেই ঘটনাস্থলে যাই। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।’

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

‘চিকিৎসা না পেয়ে’ গর্ভের সন্তানের মৃত্যু: চট্টগ্রামে ৪ চিকিৎসকের বিরুদ্ধে মামলা

পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটা রীতিমতো অবান্তর: চবির উপ-উপাচার্য

ফুটপাতে দোকান চালানো নিয়ে দ্বন্দ্ব, ভাড়াটে খুনি দিয়ে হকারকে হত্যা

চট্টগ্রামে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর