হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে দিনমজুরকে হত্যার দায়ে ২ জনের মৃত্যুদণ্ড, ১ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের কর্ণফুলীতে জমি নিয়ে বিরোধের জেরে আব্দুস সবুর নামের এক দিনমজুরকে হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ডাদেশ ও এক আসামির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। খালাস দেওয়া হয়েছে চারজনকে। আজ বুধবার চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আমিরুল ইসলাম এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন কর্ণফুলী উপজেলার খোয়াজনগর এলাকার মো. জাবেদ ও হাবিজ আহমদ। যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া আসামি হলেন একই এলাকার মিন্টু মিয়া। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডাদেশের বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত মহানগর সরকারি কৌঁসুলি (পিপি) সিরাজুল মোস্তফা মাহমুদ। তিনি বলেন, ‘আলোচিত আব্দুস সবুর হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দুজনকে মৃত্যুদণ্ডাদেশ ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত থেকে চার আসামি বেকসুর খালাস পেয়েছেন।’

আদালত থেকে জানা গেছে, ২০১০ সালের ৫ নভেম্বর সকালে কর্ণফুলী উপজেলার খোয়াজনগর এলাকায় জমি দখল নিয়ে দুই পক্ষের ঝগড়া শুরু হয়। এ সময় দখলে বাধা দেওয়ায় আব্দুস সবুরকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে করে হত্যা করা হয়। সবুরের বড় ভাইসহ পরিবারের কয়েকজনকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করা হয়।

ওই ঘটনার পরদিন সবুরের স্ত্রী বাদী হয়ে ১০ জনকে আসামি করে কর্ণফুলী থানায় মামলা দায়ের করেন। কর্ণফুলী থানার সেই সময়ের উপপরিদর্শক (এসআই) উৎপল বড়ুয়া ২০১১ সালের ১৫ সেপ্টেম্বর নয়জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৫ সালের ৮ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

এ বিষয়ে পিপি সিরাজুল বলেন, ‘মামলাটি প্রমাণ করতে রাষ্ট্রপক্ষে ১১ জন আদালতে সাক্ষ্য দেন।’

চট্টগ্রামের ফটিকছড়ি: পাহাড়-টিলা সাবাড়, ভরাট হচ্ছে পুকুর

কক্সবাজারের চকরিয়া: মাতামুহুরীতে বেড়া দিয়ে মাছ চাষ বিএনপি নেতার

শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বক্তব্য: চবি ভিসি-প্রোভিসি ৭ ঘণ্টা ধরে অবরুদ্ধ, ছাত্রদল-শিবিরের উত্তেজনা

স্ত্রীকে ‘ভাবি’ বানিয়ে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন, ছেলেকে বানিয়েছেন ভাতিজা

মিরসরাইয়ে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

চবির সহ-উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনে তালা

কোম্পানীগঞ্জে কৃষকের দুটি গরু জবাই করে পালাল দুর্বৃত্তরা

১৫ দিনেও পরিচয় মেলেনি সীতাকুণ্ডে উদ্ধার হওয়া পোড়া নারীর মরদেহের

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা