হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় স্বতন্ত্র প্রার্থীর প্রধান এজেন্ট গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও আশুগঞ্জ উপজেলা বিএনপি সাবেক সভাপতি আবু আসিফ আহমেদের নির্বাচনী প্রধান এজেন্ট মুসা মিয়াকে (৭০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা সদরের পূর্ববাজার এলাকার নিজ বাসা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী আসিফ আহমেদের শ্যালক শাফায়েত হোসেনকে (৩৮) খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদ।

স্বতন্ত্র প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু আসিফ আহমেদ আজ বৃহস্পতিবার রাতে আজকের পত্রিকাকে বলেন, মুসা মিয়া আমার নির্বাচনী প্রধান এজেন্ট। এ ছাড়া গতকাল রাত থেকে আমার শ্যালক শাফায়াতকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। সে আমার নির্বাচন পরিচালনার প্রধান সমন্বয়কারী। সে কোথায় আছে, এখন পর্যন্ত কোনো তথ্য আমাদের কাছে নেই।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাখাওয়াত হোসেন আজকের পত্রিকাকে বলেন, মুসা মিয়া গ্রেপ্তারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। তিনি আশুগঞ্জে দুর্গাপুরে হওয়া মারামারির মামলার আসামি। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া প্রার্থীর শ্যালক নিখোঁজ হওয়ার বিষয়ে পুলিশ কিছুই জানে না। পাশাপাশি কোনো তথ্য নেই তার ব্যাপারে।

উল্লেখ্য, ২০১৮ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী আবদুস সাত্তার ভূঁইয়া বিজয়ী হয়েছিলেন। গত ১১ ডিসেম্বর আবদুস সাত্তার ভূঁইয়া জাতীয় সংসদ থেকে পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। আগামী ১ ফেব্রুয়ারি এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবারও অংশ নিতে যাচ্ছেন বিএনপি থেকে বহিষ্কৃত উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া। তিনি এই আসনে ৫ বার সংসদ সদস্য ছিলেন। আব্দুস সাত্তারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন স্বতন্ত্র প্রার্থী আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু আসিফ আহমেদ, জাতীয় পার্টির আব্দুল হামিদ ভাসানী ও জাকের পার্টির জহিরুল ইসলাম জুয়েল।

ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নেতা-কর্মীদের প্রতি গোলাম আকবরের আহ্বান

বোয়ালখালীতে শিকলে বেঁধে রিকশাচালককে নির্যাতন, উদ্ধার করল পুলিশ

কুমিল্লায় নির্বাচনের মিছিলে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু

চাঁদপুরে ট্রাকচাপায় শিশু নিহত

এবার আমরা সরকার গঠন করব: জামায়াত নেতা ডা. তাহের

ভাসানচর থেকে পালিয়ে আসা শিশুসহ ৭ রোহিঙ্গা আটক

চট্টগ্রামে সুন্নিজোট প্রার্থীর গাড়িতে হামলা

সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

নিহত র‍্যাব কর্মকর্তা মোতালেব হোসেনের কবর জিয়ারত করলেন বিএনপি নেতারা

মতলব উত্তর যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার