হোম > সারা দেশ > চট্টগ্রাম

সিআরবিতে আরও ৫৬৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের সিআরবির গোয়ালপাড়ায় যেখানে হাসপাতাল নির্মাণ হওয়ার কথা, সেখানে দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রেলওয়ে। এ সময় ৫৬৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে। আজ সোমবার সকাল থেকে গোয়ালপাড়ার তুলাতলী এলাকায় এই উচ্ছেদ অভিযান চালায় রেলওয়ের ভূসম্পত্তি বিভাগ। 

রেলওয়ের ভূসম্পত্তি বিভাগের তথ্যমতে, সোমবার প্রায় এক দশমিক ৫৩ শতাংশ জায়গা উদ্ধার করা হয়। এ সময় ৬৫০ জন অবৈধ দখলদারকে সরিয়ে উচ্ছেদ করা হয় ৫৬৫টি অবৈধ স্থাপনা। উচ্ছেদের মধ্যে আছে সেমিপাকা ও টিনশেড ঘর। রয়েছে দোকানপাটও। 

গতকাল রোববারও এক দশমিক ৭৭ শতাংশ জায়গা উদ্ধার করা হয়। অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় ৮৩৭ টি। 

গত বছর সিআরবিতে হাসপাতাল নির্মাণের বিষয়টি জানাজানি হওয়ার পর চট্টগ্রামের মানুষ এর প্রতিবাদ জানায়। প্রায় এক বছর বিভিন্ন ব্যানারে হাসপাতালের বিরুদ্ধে আন্দোলন করছেন তাঁরা। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) বেসরকারি প্রতিষ্ঠান মেসার্স ইউনাইটেড এন্টারপ্রাইজ হাসপাতালটি নির্মাণ করছে। প্রথমে বর্তমানে রেলওয়ে হাসপাতালের পাশে হাসপাতালটি নির্মাণ হওয়ার কথা থাকলেও, প্রতিবাদের মুখে স্থান পরিবর্তন করতে বাধ্য হয় রেলওয়ে। 

এখন গোয়ালপাড়া-তুলাতলী এলাকায় হাসপাতালটি নির্মাণ হবে বলে জানিয়েছে রেলওয়ে। সেখানে তিন একর জায়গাজুড়ে বহু বছর ধরে অবৈধভাবে বসবাস করছে দখলদাররা। সেখানে স্থাপনার সংখ্যা ৩ হাজারের বেশি। সাবলাইন টেনে রেলওয়ের বিদ্যুৎ ব্যবহার করায় মাসে কয়েক লাখ টাকা গচ্চা যাচ্ছে রেলওয়ের। 

বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মাহবুবুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘গোয়ালপাড়ার তুলাতলী এলাকায় সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ওইখানে আর উচ্ছেদ হবে না। পরে অন্য জায়গায় উচ্ছেদ করা হবে।’ 

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি