হোম > সারা দেশ > চট্টগ্রাম

সড়ক আটকে শোডাউন, ২ চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা 

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় প্রতীক নিয়ে প্রচারণার প্রথম দিন আজ সোমবার আচরণবিধি ভঙ্গের অভিযোগে দুই চেয়ারম্যান প্রার্থীকে শোকজ করা হয়েছে। একই কারণে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। 

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু জাফর ছালেহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘উভয়কে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানো নোটিশের জবাব দেওয়ার জন্য বলা হয়েছে। নইলে বিধি মতে ব্যবস্থা নেওয়া হবে।’ 

জানা যায়, সোমবার বিকেলে উপজেলার চাতরী চৌমুহনী বাজারের উত্তর পাশে মিছিল করে চেয়ারম্যান প্রার্থী এমএ মান্নান চৌধুরীর সমর্থকেরা। বাজারের দক্ষিণ পাশে মিছিল করে কাজী মোজাম্মেল হকের অনুসারীরা। উভয় প্রার্থীর সমর্থকদের জমায়াতের কারণে সড়কে যান চলাচলের পাশাপাশি ভোগান্তির শিকার হন সাধারণ লোকজন। 

পরে জন ভোগান্তি সৃষ্টির অভিযোগে দুই চেয়ারম্যান প্রার্থীকে কারণ দর্শানো নোটিশ দেন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. শহীদুল ইসলাম প্রামাণিক। অপরদিকে একই কারণে তাদের দশ হাজার টাকা করে জরিমানা করেন আনোয়ারার ইউএনও মো. ইশতিয়াক ইমন।

চট্টগ্রাম-৬: বিএনপির প্রার্থীরা কোটিপতি, জামায়াত প্রার্থীর নগদ টাকা নেই

নাব্যতা-সংকটে পায়রা বন্দরের জাহাজ ভিড়ছে চট্টগ্রামে

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ

মোটরসাইকেল থামিয়ে ইয়াবা সেবনের জন্য ৫০০ টাকা দাবি, না দেওয়ায় খুন

চট্টগ্রাম ১৩: বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে শোকজ

মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম

চাঁদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীকে শোকজ

চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, অভিযান চালিয়ে নথিপত্র নিল দুদক

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪