রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন, 'বর্তমান বাংলাদেশ পুলিশের জন্য যা করেছে, তা কোন সরকার করেনি। আজ শনিবার রাউজান থানা আয়োজিত কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ফজলে করিম বলেন, পুলিশ জনগণের বন্ধু। পুলিশের পাশাপাশি জনগণকেও সচেতন থাকতে হবে। প্রতিটি জনগণ নিজেদের একজন পুলিশ মনে করে দেশের স্বার্থে ভূমিকা রাখতে হবে।
মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আফরুজুল হক টুটুল, রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আব্দুল ওহাব, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ উপস্থিত ছিলেন।