হোম > সারা দেশ > চট্টগ্রাম

দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল লাশ

নোয়াখালী প্রতিনিধি

দুর্গন্ধের সূত্র ধরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের একটি কক্ষ থেকে এক যুবকের (৩৮) অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে মুছাপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকার একটি মার্কেটে কক্ষ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। 

নিহত হাসান পিয়াস মুছাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আমিন উল্যার ছেলে।

স্বজনদের বরাতে পুলিশ জানায়, পিয়াস গত ফেব্রুয়ারি মাসে দুবাই থেকে দেশে ফিরে এসে বিয়ে করেন। বিয়ের পর থেকে মাদক সেবনের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। কয়েক দিন আগে পিয়াস তাঁর মালিকানা থাকা কিছু সম্পত্তি বিক্রি করে দেন। এরপর ১৬ অক্টোবর বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি।

আজ বৃহস্পতিবার সকালে বাংলাবাজারে তাঁদের নিজেদের মার্কেট হাবিব ম্যানশনের দ্বিতীয় তলায় একটি কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে লোকজন বিষয়টি অন্যদের জানান। পরে তাঁরা ওই কক্ষের দরজা ভেঙে ফাঁস দেওয়া অবস্থায় পিয়াসের অর্ধগলিত মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মৃতদেহ উদ্ধার করে। 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নাব্যতা-সংকটে পায়রা বন্দরের জাহাজ ভিড়ছে চট্টগ্রামে

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ

মোটরসাইকেল থামিয়ে ইয়াবা সেবনের জন্য ৫০০ টাকা দাবি, না দেওয়ায় খুন

চট্টগ্রাম ১৩: বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে শোকজ

মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম

চাঁদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীকে শোকজ

চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, অভিযান চালিয়ে নথিপত্র নিল দুদক

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে