হোম > সারা দেশ > চট্টগ্রাম

দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল লাশ

নোয়াখালী প্রতিনিধি

দুর্গন্ধের সূত্র ধরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের একটি কক্ষ থেকে এক যুবকের (৩৮) অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে মুছাপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকার একটি মার্কেটে কক্ষ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। 

নিহত হাসান পিয়াস মুছাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আমিন উল্যার ছেলে।

স্বজনদের বরাতে পুলিশ জানায়, পিয়াস গত ফেব্রুয়ারি মাসে দুবাই থেকে দেশে ফিরে এসে বিয়ে করেন। বিয়ের পর থেকে মাদক সেবনের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। কয়েক দিন আগে পিয়াস তাঁর মালিকানা থাকা কিছু সম্পত্তি বিক্রি করে দেন। এরপর ১৬ অক্টোবর বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি।

আজ বৃহস্পতিবার সকালে বাংলাবাজারে তাঁদের নিজেদের মার্কেট হাবিব ম্যানশনের দ্বিতীয় তলায় একটি কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে লোকজন বিষয়টি অন্যদের জানান। পরে তাঁরা ওই কক্ষের দরজা ভেঙে ফাঁস দেওয়া অবস্থায় পিয়াসের অর্ধগলিত মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মৃতদেহ উদ্ধার করে। 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার