হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

১০ মাস পর আশুগঞ্জ সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

গ্যাস সংকটসহ নানা কারণে দীর্ঘ ১০ মাস বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে। আজ শুক্রবার রাত ৮টার দিকে কারখানাটিতে ইউরিয়া সার উৎপাদন শুরু হয়। তবে ১০ মাস সার উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন প্রায় ৩ কোটি টাকার মূল্যের সার উৎপাদন ব্যাহত হয়েছে।  

কারখানা সংশ্লিষ্টরা জানায়, চলতি বছরের পহেলা মার্চ থেকে সংস্কার কাজ করতে ৮০ দিনের জন্য আশুগঞ্জ সারকারখানা থেকে উৎপাদন বন্ধ করা হয়। সংস্কার কাজ শেষ করে ২০ মে কারখানাটিতে উৎপাদন শুরু করার কথা থাকলেও গ্যাস সরবরাহ না পাওয়ায় কারখানাটি সংস্কার করেও উৎপাদনে ফিরে আসতে পারছিল না। 

অন্যদিকে কারখানাটি দ্রুত চালু করার দাবিতে আন্দোলনে নামে শ্রমিক-কর্মচারীরা। প্রায় ১০ মাস পর গ্যাস সরবরাহ পেয়ে নানা জটিলতা শেষ করে  ইউরিয়া সার উৎপাদন শুরু করে কারখানাটি। 

আশুগঞ্জ সার কারখানা শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. কবির হোসেন বলেন, ‘গ্যাস সরবরাহ পাওয়ায় ও নানা যন্ত্রাংশের কাজ শেষ করে ইউরিয়া উৎপাদন শুরু হওয়ায় আমরা শ্রমিক কর্মচারীরা খুবই খুশি।’ 

এই ব্যাপারে আশুগঞ্জ সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক সুনীল চন্দ্র দাস আজকের পত্রিকাকে বলেন, ‘সকল জটিলতা শেষ করে প্রায় ১০ মাস পর রাত ৮টার দিকে কারখানাটি উৎপাদনে ফিরেছে। কোনো যন্ত্রাংশে সমস্যা আছে কি না তা দেখা হচ্ছে। যেখানেই সমস্যা পাওয়া যাবে তা দ্রুত সময়ের মধ্যে ঠিক করার ব্যবস্থা নেওয়া হবে। কারখানার নিজস্ব প্রকৌশলীরা সার্বক্ষণিক দেখভাল করছেন। ঠিক কতটুকু সার উৎপাদন হবে তা এখনই সঠিক ভাবে বলা যাচ্ছে না।’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী