হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লায় বেশি দামে তেল বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় বোতলের গায়ের মুদ্রিত মূল্য মুছে বেশি দামে সয়াবিন তেল বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় মূল্য মুছে ফেলা ৩৪ লিটার তেলও জব্দ করা হয়। আজ বৃহস্পতিবার কুমিল্লা নগরীর বাদশা মিয়ার বাজার ও স্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। 

ভোক্তা অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম জানান, অভিযানে দেখা যায়, মেসার্স শাহিন এন্টারপ্রাইজ বিভিন্ন কোম্পানির বোতলজাত সয়াবিন তেলের গায়ের মূল্য মুছে বেশি দামে বিক্রি করছেন। অভিযানে ছদ্মবেশে থাকা এক সদস্যের কাছেও অতিরিক্ত মূল্যে তেল বিক্রি করে তারা। যার গায়ের মূল্য তুলে ফেলা হয়েছে। এরপর দোকানে তল্লাশি করে দেখা যায়, বিপুল পরিমাণ বোতলজাত সয়াবিন তেলের মূল্য তালিকা মুছে ফেলা হয়েছে। বিষয়টি দোকানদার স্বীকার করেছেন। ফলে ভোক্তা আইনে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ৩৪ লিটার তেল জব্দ করা হয়। পরে জব্দকৃত তেল নগরীর কাসেমূল উলুম মাদ্রাসার এতিমখানায় দান করা হয়। 

আছাদুল ইসলাম বলেন, অপরদিকে মেসার্স শাহিন স্টোরে দেখা যায়, তারা মুদ্রিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে সয়াবিন তেল বিক্রি করছে। অভিযানে ছদ্মবেশী সদস্যের কাছেও তিনি অতিরিক্ত দাম রাখেন। ফলে মেসার্স শাহিন স্টোরকে বেশি দামে তেল বিক্রির অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল