হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাসে চড়ে হারিয়ে যাওয়া শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

মা-বাবার সঙ্গে থাকা শিশু। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের পাহাড়তলীর সাগরিকা থেকে বাসে চড়ে সীতাকুণ্ডের কুমিরায় চলে আসা ১০ বছর বয়সী এক শিশুকে তার পরিবারের কাছে তুলে দিয়েছে পুলিশ। আজ রোববার বিকেলে শিশুটিকে তার বাবার কাছে ফিরিয়ে দেয় পুলিশ।

পুলিশ জানিয়েছে, শিশুটির নাম মো. শাহিন। পরিবারের সঙ্গে পাহাড়তলী থানার সাগরিকার মুরগির ফার্ম এলাকায় থাকে সে। রোববার সকালে পাহাড়তলী থেকে ৮ নম্বর বাসে করে সীতাকুণ্ডের কুমিরায় চলে আসে শিশুটি। দুপুরে কুমিরা বাজারে ঘোরার সময় স্থানীয়রা শিশুটির কাছে তার বাড়ির ঠিকানা জানতে চান। পরে তারা সীতাকুণ্ড থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে থানায় নিয়ে আসে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, শিশু শাহীন মানসিক ভারসাম্যহীন ছিল। সে সকালে পরিবারের অগোচরে বাসা থেকে বেরিয়ে পাহাড়তলী বাজারে চলে আসে। সেখান থেকে ৮ নম্বর বাস করে কুমিরায় চলে আসে। সেখানে গিয়ে সে কান্নাকাটি করতে থাকে। পরে স্থানীয়রা তাকে বসিয়ে রেখে পুলিশে খবর দেয়।

ওসি আরও বলেন, থানায় জিজ্ঞাসাবাদে শিশুটি তার বাবা-মার নামের পাশাপাশি এলাকার নাম মুরগির ফার্ম বলেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুটির পরিবারের সন্ধান চেয়ে পোস্ট করার পাশাপাশি পাহাড়তলী থানায় খবর দেওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচার করা ছবি দেখে ও পাহাড়তলী থানা-পুলিশের সহায়তায় তার পরিবার তাকে শনাক্ত করে। বিকেলে তারা সীতাকুণ্ড থানায় আসে। পরে বিকেলে শিশুটিকে তার বাবা মায়ের হাতে তুলে দেওয়া হয়।

চট্টগ্রাম ১৩: বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে শোকজ

মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম

চাঁদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীকে শোকজ

চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, অভিযান চালিয়ে নথিপত্র নিল দুদক

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে

অলি আহমদের বিরুদ্ধে গাড়িতে হামলার অভিযোগ বিএনপির প্রার্থীর সমন্বয়কের

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

টেকনাফে গুলিবিদ্ধ শিশু আফনান ও মাইন বিস্ফোরণে আহত হানিফের পরিবারকে আর্থিক সহায়তা