হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাসে চড়ে হারিয়ে যাওয়া শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

মা-বাবার সঙ্গে থাকা শিশু। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের পাহাড়তলীর সাগরিকা থেকে বাসে চড়ে সীতাকুণ্ডের কুমিরায় চলে আসা ১০ বছর বয়সী এক শিশুকে তার পরিবারের কাছে তুলে দিয়েছে পুলিশ। আজ রোববার বিকেলে শিশুটিকে তার বাবার কাছে ফিরিয়ে দেয় পুলিশ।

পুলিশ জানিয়েছে, শিশুটির নাম মো. শাহিন। পরিবারের সঙ্গে পাহাড়তলী থানার সাগরিকার মুরগির ফার্ম এলাকায় থাকে সে। রোববার সকালে পাহাড়তলী থেকে ৮ নম্বর বাসে করে সীতাকুণ্ডের কুমিরায় চলে আসে শিশুটি। দুপুরে কুমিরা বাজারে ঘোরার সময় স্থানীয়রা শিশুটির কাছে তার বাড়ির ঠিকানা জানতে চান। পরে তারা সীতাকুণ্ড থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে থানায় নিয়ে আসে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, শিশু শাহীন মানসিক ভারসাম্যহীন ছিল। সে সকালে পরিবারের অগোচরে বাসা থেকে বেরিয়ে পাহাড়তলী বাজারে চলে আসে। সেখান থেকে ৮ নম্বর বাস করে কুমিরায় চলে আসে। সেখানে গিয়ে সে কান্নাকাটি করতে থাকে। পরে স্থানীয়রা তাকে বসিয়ে রেখে পুলিশে খবর দেয়।

ওসি আরও বলেন, থানায় জিজ্ঞাসাবাদে শিশুটি তার বাবা-মার নামের পাশাপাশি এলাকার নাম মুরগির ফার্ম বলেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুটির পরিবারের সন্ধান চেয়ে পোস্ট করার পাশাপাশি পাহাড়তলী থানায় খবর দেওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচার করা ছবি দেখে ও পাহাড়তলী থানা-পুলিশের সহায়তায় তার পরিবার তাকে শনাক্ত করে। বিকেলে তারা সীতাকুণ্ড থানায় আসে। পরে বিকেলে শিশুটিকে তার বাবা মায়ের হাতে তুলে দেওয়া হয়।

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে