হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজার সমুদ্রসৈকতে রাতে দখল, দিনে উচ্ছেদ

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টের বিচ সড়কের উত্তর পাশে আবারও অবৈধভাবে স্থাপনা তৈরি করেছে প্রভাবশালীরা। গত রোববার রাতে টিন, পলিথিন ও বাঁশ দিয়ে কয়েকটি দোকানপাট গড়ে তোলা হয়। সৈকতে সরকারি জমি দখলের বিষয়টি জেলা প্রশাসনের নজরে আসার পর আজ সোমবার বিকেলে উচ্ছেদ অভিযান শুরু করা হয়। অভিযানে অর্ধশতাধিক দোকানঘর গুঁড়িয়ে দেওয়া হয়েছে। 

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিন আল পারভেজের নেতৃত্বে জেলা প্রশাসন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ ও পুলিশের শতাধিক সদস্য অভিযানে অংশ নেন। অভিযানের খবর পেয়ে দখলদারেরা পালিয়ে যায়। 
 
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, প্রভাবশালী জসীম উদ্দিন ছিদ্দিকীর নেতৃত্বে ৪০ জনের একটি চক্র সৈকতের জমি দখলে জড়িত। তাঁরা রোববার রাতে অর্ধশতাধিক শ্রমিক দিয়ে পলিথিন, টিন ও বাঁশ দিয়ে স্থাপনা নির্মাণ করেন। সেখানে দোকান দেওয়ার নামে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে এ চক্রটি। 

উল্লেখ্য, উচ্চ আদালতের নির্দেশে গত বছরের ১৭ অক্টোবর কক্সবাজার সুগন্ধা পয়েন্টে ৫২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে দখলদারদের সঙ্গে সংঘর্ষে পুলিশ, সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছিল। এ ঘটনার এক বছরের মাথায় আবারও একই স্থানে দোকানপাট নির্মাণ শুরু করে চক্রটি।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিন আল পারভেজ বলেন, সরকারি জায়গায় অবৈধ স্থাপনা গড়ে তোলায় তা উচ্ছেদ করে দেওয়া হয়েছে। 

চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়াল নভোএয়ার

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের