হোম > সারা দেশ > চট্টগ্রাম

চমেক হাসপাতালে সেবা বন্ধ রেখে অর্ধদিবস কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চমেক হাসপাতালের প্রধান ফটকের সামনে সড়কে আন্দোলনকারীরা। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে সেবা বন্ধ রেখে চার ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে আন্দোলন করে আসা হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। এতে ভোগান্তিতে পড়েন হাসপাতালে সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনেরা।

আজ বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট বাস্তবায়ন পরিষদের উদ্যোগে এই অর্ধদিবস কর্মবিরতি পালন করা হয়।

কর্মবিরতি চলাকালে হাসপাতাল গিয়ে দেখা যায়, হাসপাতালের ফার্মেসির বিনা মূল্যে সরকারি ওষুধ বিতরণ, রক্ত পরীক্ষা, এক্স-রে, আলট্রাসনোগ্রামসহ রোগ নির্ণয়ের বিভিন্ন সেবাকেন্দ্র বন্ধ হয়ে রয়েছে। এ সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও সেবাকেন্দ্রগুলোয় কর্মবিরতির ব্যানার ঝুলছিল। তবে হাসপাতালের অন্যান্য সেবা কার্যক্রম স্বাভাবিক ছিল। চমেক হাসপাতালে রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের একজন কর্মচারী আজকের পত্রিকাকে বলেন, কর্মবিরতির ফলে এক্স-রে করা সাময়িক বন্ধ ছিল।

জানা গেছে, সেবা বন্ধ রেখে আন্দোলনরত হাসপাতালের কর্মচারীরা চমেক হাসপাতালের প্রধান ফটকের সামনে সড়কে অবস্থান নিয়ে দাবিদাওয়া নিয়ে বিক্ষোভ-সমাবেশে যোগ দেন। সমাবেশে বক্তারা বলেন, অন্যান্য ডিপ্লোমাধারী কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করা হলেও টেকনোলজিস্টদের ক্ষেত্রে বৈষম্য রয়ে গেছে। ডেঙ্গুসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিতে জীবন বাজি রেখে কাজ করলেও তাঁরা ন্যায্য গ্রেড থেকে বঞ্চিত। তাঁরা দ্রুত ১০ম গ্রেড বাস্তবায়ন না হলে সামনে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন।

আন্দোলনরত কর্মচারীরা জানান, একই দাবিতে আগামীকাল বৃহস্পতিবার চমেক হাসপাতালে পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে।

পরে দুপুর ১২টায় কর্মবিরতি শেষ করে কর্মচারীরা কাজে ফিরলে পুনরায় হাসপাতালের সেবা প্রদান কার্যক্রম স্বাভাবিক হতে দেখা গেছে। এ বিষয়ে জানতে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি।

একমঞ্চে ৬১ চিকিৎসা গবেষণাপত্র উপস্থাপন

চবির শাটলে বসা নিয়ে বাগ্‌বিতণ্ডা, শিক্ষার্থীকে মারধর

রাউজানে ৪টি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে হামলা, একজন বলছিলেন—‘গুলি কর’

পার্বত্য চুক্তির বর্ষপূর্তির অনুষ্ঠান থেকে ফেরার পথে গ্রেপ্তার আইনজীবী জামিনে মুক্ত

চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারার প্রতিবাদে দিনে লাল পতাকা, রাতে মশাল মিছিল

পার্টির পেছনে ইসলাম থাকলে, সেটা ইসলাম হয়ে যায় না: সালাহউদ্দিন আহমদ

সেন্ট মার্টিনে জাহাজ চলাচলের দ্বিতীয় দিনেও কোটার ৮০০ কম পর্যটক

চবিতে আবারও ভুয়া শিক্ষার্থী আটক

বোয়ালখালীতে মাইক্রোবাসের চালকের লাশ উদ্ধার