হোম > সারা দেশ > চট্টগ্রাম

পিকআপে করে গরু চুরি, দুজন গ্রেপ্তার

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে চুরি করা গরু পিকআপে করে নিয়ে যাওয়ার সময় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই কলেজ রোডের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করে মিরসরাই থানা-পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাড়িচালক মো. জসিম উদ্দিন ও চালকের সহকারী মো. রানা। জসিম লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার চরজাঙ্গালিয়া গ্রামের এবং রানা কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার মজুমদারপাড়ার বাসিন্দা। সোমবার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়।

মিরসরাই থানার উপপরিদর্শক (এসআই) খায়রুল হাসান বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে মহাসড়কে সোমবার ভোরে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপে থাকা তিনজন পালিয়ে যায়। পরে চালক জসিম উদ্দিন ও সহকারী রানাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি গরু উদ্ধার করা হয়।

এসআই খায়রুল হাসান আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, চট্টগ্রাম নেওয়ার জন্য কুমিল্লার ক্যান্টনমেন্ট এলাকা থেকে গরুগুলো পিকআপে তোলেন তাঁরা। তাঁদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হবে।

চট্টগ্রাম-৬: বিএনপির প্রার্থীরা কোটিপতি, জামায়াত প্রার্থীর নগদ টাকা নেই

নাব্যতা-সংকটে পায়রা বন্দরের জাহাজ ভিড়ছে চট্টগ্রামে

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ

মোটরসাইকেল থামিয়ে ইয়াবা সেবনের জন্য ৫০০ টাকা দাবি, না দেওয়ায় খুন

চট্টগ্রাম ১৩: বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে শোকজ

মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম

চাঁদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীকে শোকজ

চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, অভিযান চালিয়ে নথিপত্র নিল দুদক

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪