হোম > সারা দেশ > চট্টগ্রাম

শিক্ষিকা ফুল কুমারীর বন্দী জীবনের অবসান

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি

সাজেক ইউনিয়নের বেটলিং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফুল কুমারী চাকমা। তিনি রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের ঢেবাছড়ি গ্রামের বাসিন্দা। ২০১৯ সালের ১৮ মার্চ নির্বাচনী দায়িত্ব পালন শেষে ফেরার পথে উপজেলার বাঘাইহাট মারিশ্যা সড়কের ৯ কিলো এলাকায় সন্ত্রাসীদের ব্রাশফায়ারে আটজন নিহত ও ৩৩ জন গুরুতর আহত হন। 

আহতদের একজন স্কুলশিক্ষিকা ফুল কুমারী চাকমা। সেদিনের গুলিতে তাঁর মেরুদণ্ড দুই ভাগ হয়ে যায়। ঢাকা সিএমএইচে দীর্ঘ তিন মাসের চিকিৎসা শেষে হুইলচেয়ারে বাড়িতে বন্দী মানবেতর জীবনযাপন করছেন তিনি। 

স্বামী, দুই সন্তান ও প্রতিবেশীদের সহায়তা নিয়ে কোমরে বেল্ট বেঁধে হুইলচেয়ারে চলাচল করেন শিক্ষিকা ফুল কুমারী চাকমা। দীর্ঘ চার বছর হুইলচেয়ারে বন্দী তাঁর শিক্ষকতা জীবন। সাজেকের দুর্গম বেটলিং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হলেও যাতায়াতের ভালো ব্যবস্থা না থাকায় তিনি স্কুলে যেতে পারেন না। তাঁর আক্ষেপ ছিল যাতায়াতের সড়কটি হুইলচেয়ার চলার উপযোগী করে দিলে তিনি শিক্ষকতা চালিয়ে নিতে পারতেন। 

তাঁর আক্ষেপের কথা বাঘাইছড়ি উপজেলা প্রশাসন ও পরিষদকে জানালে উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্শন চাকমা দ্রুত সড়ক তৈরির উদ্যোগ গ্রহণ করেন এবং খেদারমারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিল্টু চাকমার মাধ্যমে তা বাস্তবায়ন করেন। আর এখন একজনের সহায়তায় হুইলচেয়ারে চেপে নিয়মিত স্কুলে পাঠদান করতে যাচ্ছেন শিক্ষিকা ফুল কুমারী চাকমা। 

উলুছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিয়াজুল ইসলাম হিরা আজকের পত্রিকাকে বলেন, ‘ফুল কুমারী চাকমার জন্য আমরা গর্বিত। তিনি সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেও থেমে যাননি। তিনি আমাদের শিক্ষক সমাজের গর্ব।’ 

বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমা আজকের পত্রিকাকে বলেন, ‘তিনি সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে পঙ্গু হয়েছেন। তাই তাঁর দাবির প্রতি সম্মান রেখে দ্রুত তাঁর বাড়ি থেকে স্কুলে যাওয়ার সড়কটি নতুন করে তৈরি করা হয়েছে।’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী