হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাঁধের জলকপাট খোলার পর স্রোত বেড়েছে কর্ণফুলীতে, ফেরি চলাচল বন্ধ

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

কর্ণফুলী নদীতে স্রোত বেশি থাকার কারণে আজ রোববার সকাল ৮টা থেকে চট্টগ্রামের চন্দ্রঘোনা ফেরিঘাটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে নদীর রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী এবং চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনার অংশ থেকে কোনো ফেরি ছাড়েনি। ফলে এই পথ দিয়ে রাঙামাটি-বান্দরবান ও রাঙামাটি-রাজস্থলী সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। 

এদিকে ফেরি না চলায় বিপাকে পড়েন এই রুটে চলাচলকারী শত শত যাত্রী।  বিকল্প হিসেবে ইঞ্জিনচালিত নৌকায় নদী পার হয়ে গন্তব্যে যাচ্ছেন তাঁরা। এ ছাড়া কিছু গাড়ি ঘুরপথে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার গোডাউন সেতু ব্যবহার করে চলাচল করছে।

আজ বেলা ২টায় চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকায় গিয়ে কথা হয় এই রুটে চলাচলকারী যাত্রী মো. জাহিদুল ইসলাম, মো. বেলাল উদ্দিন, মো. লিয়াকত আলীসহ অনেক যাত্রী ও চালকের সঙ্গে। তাঁরা জানান, সকাল থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়তে হচ্ছে তাঁদের।

চন্দ্রঘোনো ফেরিঘাট এলাকা পরিদর্শনে আসা সড়ক ও জনপথ বিভাগের (সওজ) রাঙামাটির সুপারভাইজার রবিজয় চাকমা বলেন, কাপ্তাই পানিবিদ্যুৎকেন্দ্রের স্পিলওয়ে দিয়ে আজ সকাল থেকে পানি ছাড়ার ফলে কর্ণফুলীর স্রোত বেড়ে গেছে। এর ফলে ফেরি চলাচল নিরাপদ না হওয়ায়, কর্তৃপক্ষের নির্দেশে সকাল ৮টা থেকে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রয়েছে। তবে পানির স্রোত কমলে ফেরি চলাচল স্বাভাবিক হবে। 

তিনি আরও বলেন, এমনিতেও কর্ণফুলী নদীতে জোয়ার হলে পন্টুনের সিঁড়িতে পানি উঠে ডুবে যায়। ফলে কিছু সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ থাকে।

বাসার দরজা ভেঙে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

একমঞ্চে ৬১ চিকিৎসা গবেষণাপত্র উপস্থাপন

চবির শাটলে বসা নিয়ে বাগ্‌বিতণ্ডা, শিক্ষার্থীকে মারধর

রাউজানে ৪টি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে হামলা, একজন বলছিলেন—‘গুলি কর’

পার্বত্য চুক্তির বর্ষপূর্তির অনুষ্ঠান থেকে ফেরার পথে গ্রেপ্তার আইনজীবী জামিনে মুক্ত

চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারার প্রতিবাদে দিনে লাল পতাকা, রাতে মশাল মিছিল

চমেক হাসপাতালে সেবা বন্ধ রেখে অর্ধদিবস কর্মবিরতি

পার্টির পেছনে ইসলাম থাকলে, সেটা ইসলাম হয়ে যায় না: সালাহউদ্দিন আহমদ

সেন্ট মার্টিনে জাহাজ চলাচলের দ্বিতীয় দিনেও কোটার ৮০০ কম পর্যটক