হোম > সারা দেশ > চট্টগ্রাম

ভারতে আটকের ছয় মাস পর দেশে ফিরছেন ৮৮ জেলে

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

ভারতে আটকের সাড়ে ছয় মাস পর আইনি প্রক্রিয়া শেষে জামিনে মুক্তি পেলেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শিলকূপ ইউনিয়নের ৩২ জনসহ মহেশখালী ও কুতুবদিয়ার মোট ৮৮ জেলে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাংলাদেশ বিজিবিকে ভারতে আটকে থাকা বাঁশখালীর ৩২ জেলে, কুতুবদিয়ার ২৯ জন, মহেশখালীর ২৭ জনসহ মোট ৮৮ জন জেলেকে সাতক্ষীরার শ্যামনগরে হস্তান্তর করেছে ভারতীয় কোস্টগার্ড। 

ভারতে আটকে থাকা শাহ আলম মাঝি দেশে ফেরার বিষয়টি মোবাইল ফোনে নিশ্চিত করে বলেন, ‘গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আমরা বাংলাদেশের সাতক্ষীরার শ্যামনগরে পৌঁছাই। বর্তমানে আমরা বাড়ি ফেরার পথে আছি।’ 

ভারতে আটকে থাকা সোনার মদিনা ফিশিং ট্রলারের মালিক নুরুল আবসার বলেন, ‘দীর্ঘ সাড়ে ছয় মাস আইনি প্রক্রিয়া শেষে ৩২ জেলের নিজ খরচে জামিনে মুক্ত করে দেশে আনতে সক্ষম হয়েছি। মাঝিমাল্লাদের জামিনে মুক্ত করতে ভারত-বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তর কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতা পেয়েছি।’ 

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ভারতে আটক ৩২ জেলের তালিকা করে জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে কাগজপত্র পাঠানো হয়েছিল। দীর্ঘ সাড়ে ছয় মাস কারাভোগের পর তাঁদের দেশে ফেরার খবর পেয়েছি। জেলেরা ভারতে আটকে থাকার সময় তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কয়েকবার খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। 

উল্লেখ্য, চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ওই ৮৮ জেলা কুয়াশায় পথ ভুলে ভারতের জলসীমায় অনুপ্রবেশ করার দায়ে ভারতীয় কোস্টগার্ড আটক করে। আটকের দীর্ঘ সাড়ে ছয় মাস পর দেশে ফিরছেন তাঁরা। 

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে