হোম > সারা দেশ > নোয়াখালী

গাঁজা খেয়ে পরীক্ষাকেন্দ্রে মাতলামি, যুবকের কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাটে একটি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা চলাকালীন এক যুবক মাঠে প্রবেশ করে মাতলামি করতে থাকেন। এ সময় তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি গাঁজা সেবন করেছেন বলে স্বীকার করেন। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই যুবককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করেন।

আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১টার দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের চাপরাশিরহাট উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। 

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম আবদুল কাইয়ুম রিয়াজ (২৪)। তিনি ওই ইউনিয়নের উপদ্দিলামছি গ্রামের মফজ্জল হোসেনের ছেলে। 

কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ সদস্য ও স্থানীয়রা বলছেন, আজ সকাল থেকে চাপরাশিরহাট উচ্চবিদ্যালয় কেন্দ্রে এইচএসসি পরীক্ষা চলছিল। বেলা পৌনে ১টার দিকে বিদ্যালয়ের পেছনের কোনো একপাশ দিয়ে মাঠে প্রবেশ করেন রিয়াজ। এ সময় তিনি ওই বিদ্যালয় মাঠের ভেতরে মাতলামি করতে থাকেন। বিষয়টি কেন্দ্রের প্রধান ফটকে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের নজরে আসলে, তাঁরা দ্রুত গিয়ে তাঁকে আটক করেন। আটকের পর জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, গাঁজা সেবন করে কেন্দ্রের মাঠে প্রবেশ করেছে তিনি। 

পরে কেন্দ্র কর্তৃপক্ষ বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমৃত দেবনাথ ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সেখানে আটক ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পরে বিকেলে ওই যুবককে কারাদণ্ড দেওয়ার জন্য কবিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃত দেবনাথ আজকের পত্রিকাকে বলেন, ‘আটককৃত রিয়াজ নিজেই মাদক সেবনের বিষয়টি স্বীকার করেছেন। দণ্ড প্রদানের পর তাঁকে থানায় হস্তান্তর করা হয়েছে।’ 

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, দণ্ডপ্রাপ্ত আসামিকে বিকেলে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প