হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে দুর্বৃত্তদের গুলিতে সাবেক ইউপি সদস্যসহ আহত ২ 

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে দুর্বৃত্তদের গুলিতে সাবেক ইউপি সদস্যসহ দুজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে আন্ডারচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগের নেতা মো. দুলাল (৪৭) এবং হাসান (৩৮)।

বিষয়টি নিশ্চিত করেছেন সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পাঠান। তিনি বলেন, ‘আওয়ামী লীগ নেতা দুলাল পিঠে ও ডান হাতে গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আন্ডারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রব জানান, গতকাল সন্ধ্যার দিকে আন্ডারচর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জসিমের বাড়িতে একটি সালিস করতে যান দুলাল মেম্বার। সালিস শেষে রাতে তিনি ও হাসানসহ তিনজন মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে মোটরসাইকেলটি বাংলাবাজারের পূর্ব পাশে জাকিরের বাড়ির সামনে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তাঁদের এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। দুলাল গুলিবিদ্ধ হন। গুলি লাগে হাসানের গায়েও। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দুলালকে ঢাকায় পাঠানো হয়।

কুমিল্লায় নির্বাচনের মিছিলে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু

চাঁদপুরে ট্রাকচাপায় শিশু নিহত

এবার আমরা সরকার গঠন করব: জামায়াত নেতা ডা. তাহের

ভাসানচর থেকে পালিয়ে আসা শিশুসহ ৭ রোহিঙ্গা আটক

চট্টগ্রামে সুন্নিজোট প্রার্থীর গাড়িতে হামলা

সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

নিহত র‍্যাব কর্মকর্তা মোতালেব হোসেনের কবর জিয়ারত করলেন বিএনপি নেতারা

মতলব উত্তর যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই

ফেনীতে মাধ্যমিক বিদ্যালয়ে দুর্বৃত্তের আগুন