হোম > সারা দেশ > চট্টগ্রাম

কর্ণফুলী নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরবর্তী এলাকা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। ২০১৬ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের এক আদেশের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার এই উচ্ছেদ অভিযান চালানো হয়। এতে প্রায় শতকোটি টাকার সরকারি জমি উদ্ধার হয়েছে বলে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে।

অভিযানে নদীর তীরবর্তী প্রায় ছয় একর সরকারি খাসজমি উদ্ধার করা হয়। যার বর্তমান বাজারমূল্য প্রায় শতকোটি টাকা বলে জানান কর্মকর্তারা। নগরীর বাংলাবাজার পিএস শিপিং থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সদরঘাট সাম্পান ঘাটে গিয়ে অভিযান শেষ হয়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) গালিব চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এখানে যোগদানের পর থেকেই পাহাড়, নদীসহ সরকারি খাসজমি রক্ষার বিষয়ে নানা উদ্যোগ গ্রহণ করেছেন।’ ভবিষ্যতেও জেলা প্রশাসনের এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান তিনি। 

অভিযানে জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর নু-এমং মারমা মং, সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) রাজীব হোসেন এবং আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) গালিব চৌধুরী উপস্থিত ছিলেন। এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশন, পিডিবি ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরাও অংশ নেন।

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী