হোম > সারা দেশ > চট্টগ্রাম

কর্ণফুলী নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরবর্তী এলাকা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। ২০১৬ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের এক আদেশের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার এই উচ্ছেদ অভিযান চালানো হয়। এতে প্রায় শতকোটি টাকার সরকারি জমি উদ্ধার হয়েছে বলে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে।

অভিযানে নদীর তীরবর্তী প্রায় ছয় একর সরকারি খাসজমি উদ্ধার করা হয়। যার বর্তমান বাজারমূল্য প্রায় শতকোটি টাকা বলে জানান কর্মকর্তারা। নগরীর বাংলাবাজার পিএস শিপিং থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সদরঘাট সাম্পান ঘাটে গিয়ে অভিযান শেষ হয়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) গালিব চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এখানে যোগদানের পর থেকেই পাহাড়, নদীসহ সরকারি খাসজমি রক্ষার বিষয়ে নানা উদ্যোগ গ্রহণ করেছেন।’ ভবিষ্যতেও জেলা প্রশাসনের এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান তিনি। 

অভিযানে জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর নু-এমং মারমা মং, সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) রাজীব হোসেন এবং আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) গালিব চৌধুরী উপস্থিত ছিলেন। এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশন, পিডিবি ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরাও অংশ নেন।

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান