হোম > সারা দেশ > চট্টগ্রাম

কর্ণফুলী নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরবর্তী এলাকা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। ২০১৬ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের এক আদেশের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার এই উচ্ছেদ অভিযান চালানো হয়। এতে প্রায় শতকোটি টাকার সরকারি জমি উদ্ধার হয়েছে বলে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে।

অভিযানে নদীর তীরবর্তী প্রায় ছয় একর সরকারি খাসজমি উদ্ধার করা হয়। যার বর্তমান বাজারমূল্য প্রায় শতকোটি টাকা বলে জানান কর্মকর্তারা। নগরীর বাংলাবাজার পিএস শিপিং থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সদরঘাট সাম্পান ঘাটে গিয়ে অভিযান শেষ হয়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) গালিব চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এখানে যোগদানের পর থেকেই পাহাড়, নদীসহ সরকারি খাসজমি রক্ষার বিষয়ে নানা উদ্যোগ গ্রহণ করেছেন।’ ভবিষ্যতেও জেলা প্রশাসনের এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান তিনি। 

অভিযানে জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর নু-এমং মারমা মং, সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) রাজীব হোসেন এবং আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) গালিব চৌধুরী উপস্থিত ছিলেন। এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশন, পিডিবি ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরাও অংশ নেন।

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার