চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) হলের পাশে এক ছাত্রীকে হেনস্তায় জড়িত ব্যক্তিদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার এ তথ্য জানিয়েছেন।
আজ শনিবার বেলা ২টায় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম বার্ষিক সিনেট সভায় এক প্রশ্নোত্তরে তিনি এই তথ্য জানান।
এ সময় উপাচার্য বলেন, ‘আমাদের ছাত্রীকে হেনস্তার ঘটনায় র্যাব চারজনকে আটক করেছে। এদের মধ্যে তিনজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে আমরা জেনেছি। র্যাব র্যাবের কাজ করেছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের একটা পর্ষদ আছে, আমরা তদন্ত কমিটি গঠন করেছি। আমরা তাদেরকে আজ অথবা আগামীকালের মধ্যেই বহিষ্কার করব।’