হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

নাসিরনগরে মা সমাবেশ অনুষ্ঠিত

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার চাপরতলা ইউনিয়নে পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্বরে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মো. মনছুর আলী ভূঁইয়ার সভাপতিত্বে এ সমাবেশে অনুষ্ঠিত হয়। 

এ সময়ে অর্ধ শতাধিক মা, কিশোর-কিশোরী ও স্থানীয় লোকজন মিলে প্রায় শতাধিক লোক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়াল সংযুক্ত ছিলেন স্থানীয় সংসদ সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম। 

এই অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা পরিদর্শক আব্দুলাহ আল বুখারীর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—উপজেলা চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিটের উপপরিচালক জাকিয়া আখতার, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো. মতিউর রহমান ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমন মিয়াসহ অনেকে। 

উপস্থিত বক্তারা পরিবার পরিকল্পনা, মা ও শিশুস্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্যসেবা, নিরাপদ প্রাতিষ্ঠানিক প্রসবসেবা, প্রসবপূর্ব ও পরবর্তী সেবা, বয়ঃসন্ধিকালীন পরিচর্যা, বাল্যবিয়ের কুফল, যৌতুক, গর্ভবতী মায়েদের পুষ্টিকর খাবার গ্রহণের প্রয়োজনীয়তা এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা বিষয়ে আলোচনা করেন। 

সমাবেশে উপস্থিত কিশোরীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন এবং মায়েদের মাঝে ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন ও ফলিক অ্যাসিডসহ প্রয়োজনীয় ওষুধ বিনা মূল্যে বিতরণ করা হয়। 

সমাবেশে উপস্থিত অন্তঃসত্ত্বা আসমা আক্তার (২৪) বলেন, 'এই রকম পরামর্শ খুব দরকার। আমার আর পেটের বাচ্চার দুজনের লাইগাই ভালা।' 

সেবা নিতে আসা আরেকজন কাকলি সরকার (১৬) বলেন, 'আজকের এই সমাবেশের মাধ্যমে অনেক কিছুই জানলাম। এতে বয়ঃসন্ধিকালীন অনেক অহেতুক ভয় কেটে গেছে।' 

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে