হোম > সারা দেশ > চাঁদপুর

মোটরসাইকেল চালককে ৫ কিলোমিটার টেনে–হিঁচড়ে নিয়ে গেল ট্রাক

প্রতিনিধি, চাঁদপুর

চাঁদপুর-কুমিল্লা সড়কের চাঁদখার বাজার এলাকায় গাছ বোঝাই ট্রাকের নিচে পড়ে নাসির উদ্দিন মিজি (৫০) নামের এক মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নাসির মিজি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৯ নম্বর উত্তর গোবিন্দপুর ইউনিয়নের পূর্ব ধানুয়া গ্রামের মিজির বাড়ির মৃত সোলেমান মিজির ছেলে। তিনি এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, যশোর থেকে ছেড়ে আসা গাছ বোঝাই ট্রাকটি চাঁদপুর হয়ে নাঙ্গলকোটের উদ্দেশ্যে যাত্রাকালে চাঁদখার বাজার এলাকায় আসলে মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় নিহত নাসির উদ্দিনকে ট্রাকটি প্রায় ৫ কিলোমিটার টেনে–হিঁচড়ে নিয়ে যায়। 

দুর্ঘটনার পর কিছু দূর যাওয়ার পর ট্রাকের নিচে দিয়ে মোটরসাইকেলটি বেরিয়ে গেলেও ট্রাকের নিচের একটি স্থানে আটকে যান মোটরসাইকেল চালক নাসির উদ্দিন। পরে ঘোষেরহাট এলাকার কয়েকজন সিএনজিচালক বিষয়টি লক্ষ্য করে ট্রাকের নিচ থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন। 

চাঁদপুর সদর মডেল থানার এস আই ইকবাল হোসেন বলেন, চালকের সহযোগী পালিয়ে গেলেও চালক গোলাম মোস্তফা ডাবলুকে সিএনজি চালকেরা আটক করে রাখেন। চালকের বাড়ি যশোরের মনিরামপুর উপজেলায়। ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাক ও চালককে আটক করে থানায় নিয়ে আসা হয় বলে জানান তিনি। 

এ বিষয়ে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, নিহত নাসির উদ্দিন পেশায় একজন ঠিকাদার ছিলেন। দুর্ঘটনা স্থল থেকে মরদেহ উদ্ধার করে চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে।

ভাসানচর থেকে পালিয়ে আসা শিশুসহ ৭ রোহিঙ্গা আটক

চট্টগ্রামে সুন্নিজোট প্রার্থীর গাড়িতে হামলা

সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

নিহত র‍্যাব কর্মকর্তা মোতালেব হোসেনের কবর জিয়ারত করলেন বিএনপি নেতারা

মতলব উত্তর যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই

ফেনীতে মাধ্যমিক বিদ্যালয়ে দুর্বৃত্তের আগুন

পরিত্যক্ত পানিতে লবণ তৈরি

মিরসরাইয়ে জমি নিয়ে বিরোধে শিশুকে আছাড় মেরে হত্যা, মাকে মারধর

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৯ জন কারাগারে