হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফটিকছড়ির ভুজপুরে মিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুরে মো. আলী আকবর (৩২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার ভুজপুর থানাধীন পশ্চিম ভুজপুর গ্রামের মায়ার বাপরের বাড়ি এলাকার একটি টিলার পাদদেশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত মো. আলী আকবর ওই এলাকার মো. শামশুল আলমের ছেলে। তিনি পেশায় একজন মিস্ত্রি। 

নিহতের পরিবারসূত্রে জানা যায়, আলী আকবর দীর্ঘদিন ধরে মানসিক রোগী ছিলেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি চিকিৎসা নিচ্ছিলেন। এর আগেও তিনি একবার আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ঘর থেকে কাউকে কিছু না বলে বের হন। দুপুর গড়িয়ে যাওয়ায় ঘরে না ফেরায় তাঁকে খোঁজাখুঁজি করতে থাকে সবাই। একপর্যায়ে বসতঘর থেকে দুই কিলোমিটার দূরে তাদের বাগান বাড়িতে গেলে সেখানে গাছের সঙ্গে তাঁর ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেওয়া হয়। 

ভূজপুর থানার ওসি মো. হেলাল উদ্দিন ফারুকী বলেন, ‘বিকেলে ভূজপুর থানা–পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ আসে নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’ 

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ

বোয়ালখালীতে আগুনে পুড়ল গোয়ালঘরসহ ৩ বসতঘর, দগ্ধ হয়ে ৩ গরুর মৃত্যু

চট্টগ্রাম-৬: বিএনপির প্রার্থীরা কোটিপতি, জামায়াত প্রার্থীর নগদ টাকা নেই

নাব্যতা-সংকটে পায়রা বন্দরের জাহাজ ভিড়ছে চট্টগ্রামে

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ

মোটরসাইকেল থামিয়ে ইয়াবা সেবনের জন্য ৫০০ টাকা দাবি, না দেওয়ায় খুন

চট্টগ্রাম ১৩: বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে শোকজ

মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম

চাঁদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীকে শোকজ

চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, অভিযান চালিয়ে নথিপত্র নিল দুদক