হোম > সারা দেশ > চট্টগ্রাম

বসতবাড়িতে বন্য হাতির তাণ্ডব: অল্পের জন্য রক্ষা পেল পরিবারের সবাই

কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি

কাপ্তাইয়ের চিৎমরমে বন্য হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ঘর। ছবি: আজকের পত্রিকা

রাঙামাটি কাপ্তাইয়ের ৩ নম্বর চিৎমরম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মুসলিমপাড়া এলাকায় একটি বসতবাড়িতে তাণ্ডব চালিয়েছে একটি বন্য হাতি। এ সময় ঘর থেকে পালিয়ে প্রাণে রক্ষা পেয়েছে বাড়ির সদস্যরা। গতকাল রোববার রাত ৮টায় ওই এলাকার আবুল তাহেরের বাড়িতে এই ঘটনা ঘটে। আবু তাহের পেশায় একজন মাঝি।

আজ সোমবার (২৬ মে) আবু তাহের আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল রাত ৮টায় একটি বন্য হাতি আমার ঘরের পেছন দিক থেকে প্রবেশ করে ঘর ও সব আসবাব ভেঙে তছনছ করে সামনের দিক দিয়ে বের হয়ে যায়। এ সময় ঘরে থাকা পরিবার-পরিজন নিয়ে আমরা দ্রুত বের হয়ে অন্যত্র গিয়ে আশ্রয় নেই। একটুর জন্য পরিবারের সবাই প্রাণে রক্ষা পাই। আমরা এখন খোলা আকাশের নিচে বসবাস করছি।’

৩ নম্বর চিৎমরম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাতির আক্রমণ থেকে পরিবারের সবাই প্রাণে রক্ষা পেয়েছে। অসহায় গরিব মাঝি আবু তাহেরের ঘর ও আসবাবপত্র ভেঙে তছনছ করে দিয়েছে হাতি। ক্ষতির পরিমাণ প্রায় দুই লক্ষাধিক টাকা। তারা এখন খোলা আকাশের নিচে বসবাস করছে।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই কর্ণফুলী রেঞ্জের রেঞ্জ অফিসার সহকারী বন সংরক্ষক আবু কাউসার বলেন, ‘আমরা রাতে খবর পেয়েছি। আমার বিট অফিসার গিয়ে বিস্তারিত খোঁজখবর নেবে।’ চিৎমরমের মুসলিমপাড়া এলাকাবাসীরা বলেন, ‘প্রতিনিয়ত বন্য হাতি এসে আমাদের প্রায় ক্ষতি করছে। আমরা সব সময় হাতির আক্রমণের আতঙ্কে থাকি।’

ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নেতা-কর্মীদের প্রতি গোলাম আকবরের আহ্বান

বোয়ালখালীতে শিকলে বেঁধে রিকশাচালককে নির্যাতন, উদ্ধার করল পুলিশ

কুমিল্লায় নির্বাচনের মিছিলে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু

চাঁদপুরে ট্রাকচাপায় শিশু নিহত

এবার আমরা সরকার গঠন করব: জামায়াত নেতা ডা. তাহের

ভাসানচর থেকে পালিয়ে আসা শিশুসহ ৭ রোহিঙ্গা আটক

চট্টগ্রামে সুন্নিজোট প্রার্থীর গাড়িতে হামলা

সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

নিহত র‍্যাব কর্মকর্তা মোতালেব হোসেনের কবর জিয়ারত করলেন বিএনপি নেতারা

মতলব উত্তর যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার