হোম > সারা দেশ > চট্টগ্রাম

বসতবাড়িতে বন্য হাতির তাণ্ডব: অল্পের জন্য রক্ষা পেল পরিবারের সবাই

কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি

কাপ্তাইয়ের চিৎমরমে বন্য হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ঘর। ছবি: আজকের পত্রিকা

রাঙামাটি কাপ্তাইয়ের ৩ নম্বর চিৎমরম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মুসলিমপাড়া এলাকায় একটি বসতবাড়িতে তাণ্ডব চালিয়েছে একটি বন্য হাতি। এ সময় ঘর থেকে পালিয়ে প্রাণে রক্ষা পেয়েছে বাড়ির সদস্যরা। গতকাল রোববার রাত ৮টায় ওই এলাকার আবুল তাহেরের বাড়িতে এই ঘটনা ঘটে। আবু তাহের পেশায় একজন মাঝি।

আজ সোমবার (২৬ মে) আবু তাহের আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল রাত ৮টায় একটি বন্য হাতি আমার ঘরের পেছন দিক থেকে প্রবেশ করে ঘর ও সব আসবাব ভেঙে তছনছ করে সামনের দিক দিয়ে বের হয়ে যায়। এ সময় ঘরে থাকা পরিবার-পরিজন নিয়ে আমরা দ্রুত বের হয়ে অন্যত্র গিয়ে আশ্রয় নেই। একটুর জন্য পরিবারের সবাই প্রাণে রক্ষা পাই। আমরা এখন খোলা আকাশের নিচে বসবাস করছি।’

৩ নম্বর চিৎমরম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাতির আক্রমণ থেকে পরিবারের সবাই প্রাণে রক্ষা পেয়েছে। অসহায় গরিব মাঝি আবু তাহেরের ঘর ও আসবাবপত্র ভেঙে তছনছ করে দিয়েছে হাতি। ক্ষতির পরিমাণ প্রায় দুই লক্ষাধিক টাকা। তারা এখন খোলা আকাশের নিচে বসবাস করছে।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই কর্ণফুলী রেঞ্জের রেঞ্জ অফিসার সহকারী বন সংরক্ষক আবু কাউসার বলেন, ‘আমরা রাতে খবর পেয়েছি। আমার বিট অফিসার গিয়ে বিস্তারিত খোঁজখবর নেবে।’ চিৎমরমের মুসলিমপাড়া এলাকাবাসীরা বলেন, ‘প্রতিনিয়ত বন্য হাতি এসে আমাদের প্রায় ক্ষতি করছে। আমরা সব সময় হাতির আক্রমণের আতঙ্কে থাকি।’

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান