হোম > সারা দেশ > চট্টগ্রাম

মিরসরাইয়ে ড্রেজারডুবির ঘটনায় আরও ৩ শ্রমিকের মরদেহ উদ্ধার 

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে সাগরে ড্রেজার ডুবে নিখোঁজ আট শ্রমিকদের মধ্যে আজ বুধবার সকালে আরও তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট চারজনের লাশ উদ্ধার করা হলো। আজ সকাল সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুর রহমান। 

ইউএনও মিনহাজুর রহমান বলেন, এ নিয়ে চারজনের লাশ উদ্ধার হয়েছে। আজ সকালে ডুবে যাওয়া ড্রেজার থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়। এর আগে গতকাল মঙ্গলবার রাতে একজনের লাশ উদ্ধার করা হয়। উদ্ধারকারী ডুবুরি দল সাগর থেকে এসব লাশ উদ্ধার করেন। 

যাঁদের লাশ উদ্ধার হয়েছে তাঁরা হলেন পটুয়াখালী সদর উপজেলার চর জৈনকাঠি গ্রামের ইমাম মোল্লা, মাহমুদ মোল্লা, জাহিদ বারি, আল আমিন ফকির। 

এখনো পর্যন্ত যাঁরা নিখোঁজ রয়েছেন তাঁরা হলেন একই গ্রামের মোল্লাবাড়ির মো. তারেক মোল্লা, শাহীন মোল্লা, মো. বসার হাওলাদার, আলম সর্দার। 

মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, গতকাল মঙ্গলবার রাতে একজনের লাশ উদ্ধারের পর রাত ১২টার দিকে সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে অভিযান স্থগিত করা হয়। আজ সকাল ৯টার দিকে আবার উদ্ধার অভিযান শুরু হয়। ইতিমধ্যে আরও তিন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। অন্যদেরও উদ্ধারের চেষ্টা চলছে। 

গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সাহেরখালী ইউনিয়নের চায়না হারবার এলাকার বেড়িবাঁধ থেকে আনুমানিক ৫০০ ফুট দূরত্বে ছিল ড্রেজারটি। ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ড্রেজারটি ডুবে যায়। এতে আট শ্রমিক নিখোঁজ হন।

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ