কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরে অবৈধভাবে গড়ে ওঠা শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার (১০ আগস্ট) উখিয়ার কুতুপালংয়ের লম্বাশিয়াস্থ রোহিঙ্গা ক্যাম্প-১ ওয়েস্টে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএনের সহযোগিতায় ক্যাম্প প্রশাসন এ অভিযান চালায়।
সকালে ওই ক্যাম্পের সি, ডি, ই ও এফ ব্লকের সড়ক সংলগ্ন এলাকায় অবৈধভাবে স্থাপিত ১০০ টির মতো স্থাপনা তুলে দেওয়া হয়। ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক (পুলিশ সুপার) মো. নাইমুল হক মঙ্গলবার রাতে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নাইমুল হক বলেন, 'লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে অনুমোদনহীন অসংখ্য অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। বারবার সতর্ক করার পরও নির্মাণকারীরা স্থাপনাগুলো সরায়নি। তাই জায়গাগুলো দখলমুক্ত করতে পুলিশের সহায়তায় ক্যাম্প ইনচার্জের নেতৃত্বে আজ উচ্ছেদ অভিযান চালানো হয়।'
ক্যাম্প এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ক্যাম্পের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশের বিশেষায়িত ইউনিট ১৪ এপিবিএনের এই শীর্ষ কর্মকর্তা।