হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে আগুনে পুড়ল তেলের ডিপোসহ ১৫ দোকান

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

সীতাকুণ্ডে আগুনে পুড়ল তেলের ডিপোসহ ১৫ দোকান। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে তেলের ডিপোতে আগুন লেগে পাশের ১৫টি দোকান পুড়ে গেছে। গতকাল রোববার রাতে উপজেলার সলিমপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন টিঅ্যান্ডটি রোডের সামনে এ আগুনের ঘটনা ঘটে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের তথ্যমতে, গতকাল রাত সোয়া ১২টার দিকে তেলের ডিপোতে আগুনের সূত্রপাত হয়। সেই আগুন মুহূর্তে পাশের শিখা ফার্নিচার শোরুম, স্টেশনারি দোকান, গার্মেন্টস জুটের গুদাম, কুলিং কর্নার, ফার্নিচার দোকান, রড-সিমেন্টের দোকানসহ কয়েকটি চায়ের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কুমিরা ও বায়োজিদ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে স্থানীয়দের সহায়তায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে তেলের ডিপোসহ ১৫টি দোকান পুড়ে যায়।

সীতাকুণ্ডে আগুনে পুড়ল তেলের ডিপোসহ ১৫ দোকান। ছবি: সংগৃহীত

এ বিষয়ে জানতে চাইলে কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আল মামুন আজকের পত্রিকাকে বলেন, তেলের ডিপো থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে প্রথমে দুটি ইউনিট যায়। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় বায়োজিদ ফায়ার সার্ভিসের দুটি ইউনিটকেও আনা হয়। চারটি ইউনিটের যৌথ প্রচেষ্টায় চার ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ডিপোসহ ১৫টি দোকান ও মালামাল পুড়ে যাওয়ায় প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে।

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত