হোম > সারা দেশ > চট্টগ্রাম

সংস্কার কাজ না হওয়ায় তজম্বুল আলী সড়কের বেহাল দশা

প্রতিনিধি, আনোয়ারা (চট্টগ্রাম) 

চট্টগ্রাম আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নের প্রধান সড়ক তজম্বুল আলী সড়ক। বিগত কয়েক বছর ধরে সংস্কার কাজ না হওয়ার কারণে সড়কের মাঝখানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে যানবাহন ও সাধারণ মানুষকে চলাচলে করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয়রা সড়কটি দ্রুত মেরামতের দাবি জানালেও উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে আগামী ১ বছরের সংস্কারের তালিকায় সড়কটি নেই বলে জানান। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, বরুমচড়া তজম্বুল আলী সড়কের বরুমচড়া রাস্তার মাথা হতে বরুমচড়া কমিউনিটি সেন্টার পর্যন্ত ৩ কিলোমিটারের বেশি সড়কটির বিভিন্ন অংশে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। 

স্থানীয় বাসিন্দা নুরুল হক জানায়, আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নটি জনসংখ্যা কৃষি নির্ভর ইউনিয়ন হিসেবে অতি গুরুত্বপূর্ণ একটি ইউনিয়ন। এ ইউনিয়নে ৪০ হাজারের বেশি জনসংখ্যা বসবাস করে থাকেন। কিন্তু জনসংখ্যা অনুপাতে এ ইউনিয়নে সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত নয়। এ ইউনিয়নের সঙ্গে উপজেলা সদর ও চট্টগ্রাম শহরের যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে তজম্বুল আলী সড়ক। বর্তমানে সড়কের গর্তে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। তাই জনস্বার্থে সড়কটি মেরামত জরুরি। 

আনোয়ারা উপজেলা প্রকৌশল বিভাগের প্রকৌশলী তাসলিমা জাহান জানায়, বরুমচড়া ইউনিয়নের তজম্বুল আলী সড়কটি যাতায়াত ব্যবস্থায় গুরুত্বপূর্ণ। গত অর্থ বছরে এ সড়কের উত্তর অংশ বরুমচড়া রাস্তার মাথা থেকে হাজির হাট পর্যন্ত মেরামত করা হয়। তবে বরুমচড়া রাস্তার মাথার দক্ষিণের কানুমাঝির হাট পর্যন্ত সড়কটির মেরামত কাজ করা সম্ভব হয়নি। সড়কটি মেরামতের জন্য চলতি অর্থবছরে বরাদ্দ চেয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে চাহিদাপত্র পাঠানো হয়েছে। যার কারণে এ বছর সড়কটি সংস্কার কাজ সম্ভব হবে না। 

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু