হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

পরকীয়ার সন্দেহে স্ত্রীর শরীরে আগুন ধরিয়ে স্বামীর আত্মহত্যার চেষ্টা

লক্ষ্মীপুর প্রতিনিধি

অগ্নিদগ্ধ অবস্থায় দম্পতিকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে নেওয়া হয়। ছবি : আজকের পত্রিকা

লক্ষ্মীপুরে এক দম্পতিকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। অভিযোগ উঠেছে, পরকীয়ার সন্দেহে স্ত্রী রহিমা বেগমের শরীরে আগুন ধরিয়ে দেন স্বামী নুরুল আলম। পরে তিনি নিজেও আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলার রায়পুর উপজেলার কানিবগাচর এলাকায় এই ঘটনা ঘটে। দুজনকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁদের ঢাকার বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, তিন বছর আগে রহিমা বেগমকে বিয়ে করেন নুরুল আলম। রহিমা বেগম নুরুল আলমের দ্বিতীয় স্ত্রী। বিয়ের পর থেকে তাঁদের সংসারে অশান্তি বিরাজ করছিল। ইতিমধ্যে রহিমা বেগম এক যুবকের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ নিয়ে স্বামী-স্ত্রী প্রায়ই ঝগড়াবিবাদ করতেন। আজ সকালেও তাঁদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে স্বামী নুরুল আলম ছোট বোতলের একটি সিলিন্ডার গ্যাস রহিমা বেগমের গায়ে ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেন। পরে নিজেও গায়ে আগুন ধরিয়ে দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা তাঁদের দগ্ধ অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁদের ঢাকা বার্ন ইউনিটে পাঠানো হয়।

সদর হাসপাতালের মেডিকেল অফিসার আরমান হোসেন বলেন, দুজনকে অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের ঢাকার বার্ন ইউনিটে পাঠানো হয়। রহিমা বেগমের শরীরের ৫০ ভাগ ও নুরুল আলমের ৪০ ভাগ পুড়ে গেছে বলে জানান তিনি।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, পারিবারিক বিরোধ ও পরকীয়ার জেরে স্ত্রী রহিমা বেগমকে গায়ে আগুন ধরিয়ে দিয়ে হত্যার চেষ্টা করেন নুরুল আলম। পরে নিজেও গায়ে আগুন ধরিয়ে দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম

চাঁদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীকে শোকজ

চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, অভিযান চালিয়ে নথিপত্র নিল দুদক

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে

অলি আহমদের বিরুদ্ধে গাড়িতে হামলার অভিযোগ বিএনপির প্রার্থীর সমন্বয়কের

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

টেকনাফে গুলিবিদ্ধ শিশু আফনান ও মাইন বিস্ফোরণে আহত হানিফের পরিবারকে আর্থিক সহায়তা

খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসার সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ