হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে পিটিয়ে এক ব্যক্তিকে হত্যা, স্ত্রী, মেয়ে ও পুত্রবধূ আটক

লক্ষ্মীপুর ও রামগঞ্জ প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগঞ্জে আবুল বাশার (৬৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের ফতেহপুর এলাকার দিঘির পাড় এলাকার ওয়ারেছ পাটোয়ারী বাড়িতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় তাঁর স্ত্রী কোহিনুর বেগমসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানায়, আবুল বাশার দীর্ঘদিন সৌদি আরব ও ওমানে ছিলেন। প্রায় ছয় বছর আগে তিনি বাড়ি আসেন। বিদেশ থেকে আসার পর তিনি জানতে পারেন, প্রতিবেশী বিলাল হোসেন দিলুর সঙ্গে কোহিনুরের পরকীয়া প্রেমের সম্পর্ক রয়েছে। তখন থেকেই স্ত্রীর সঙ্গে বাশারের কলহ শুরু হয়। প্রায়ই তাঁদের মধ্যে ঝগড়া হতো।

আজ সকালে আবুল বাশারকে তাঁর স্ত্রী পাশের বাড়ি থেকে ধান আনতে বলেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কোহিনুর বাঁশের লাঠি দিয়ে তাঁকে আঘাত করেন। তাতে বাশার অচেতন হয়ে পড়েন। দ্রুত তাঁকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে জানতে চাইলে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান হোসেন আজকের পত্রিকাকে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তাঁর স্ত্রী কোহিনুর বেগম, মেয়ে রাফা আক্তার ও পুত্রবধূ দিপা আক্তারকে আটক করেছে পুলিশ। মামলার প্রস্তুতি চলছে।

ভাসানচর থেকে পালিয়ে আসা শিশুসহ ৭ রোহিঙ্গা আটক

চট্টগ্রামে সুন্নিজোট প্রার্থীর গাড়িতে হামলা

সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

নিহত র‍্যাব কর্মকর্তা মোতালেব হোসেনের কবর জিয়ারত করলেন বিএনপি নেতারা

মতলব উত্তর যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই

ফেনীতে মাধ্যমিক বিদ্যালয়ে দুর্বৃত্তের আগুন

পরিত্যক্ত পানিতে লবণ তৈরি

মিরসরাইয়ে জমি নিয়ে বিরোধে শিশুকে আছাড় মেরে হত্যা, মাকে মারধর

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৯ জন কারাগারে