হোম > সারা দেশ > চট্টগ্রাম

শিক্ষক বাতায়নে 'সেরা নেতৃত্ব' হলেন অধ্যক্ষ কাজী মো. আবদুল হান্নান

প্রতিনিধি আনোয়ারা (চট্টগ্রাম)

শিক্ষা মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত এটুআই কর্তৃক দেশের সর্ববৃহৎ ৫ লাখ ৮৫ হাজার ৬৩৫ জন শিক্ষক প্ল্যাটফর্ম 'শিক্ষক বাতায়ন' এর 'সেরা নেতৃত্ব' মনোনীত হয়েছেন কাজী মো. আবদুল হান্নান। প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার প্রধানদের মধ্যে থেকে তিনি এই মনোনয়ন পেলেন। তিনি চট্টগ্রামের আনোয়ারা উপজেলাধীন বখতিয়ার পাড়া চারপীর আউলিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ।

আবদুল হান্নান ৩ বার উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষের খেতাব লাভ করেছেন। পাশাপাশি চট্টগ্রাম জেলা শিক্ষক অ্যাম্বাসেডর হিসেবেও মনোনীত হয়েছিলেন। 

অধ্যক্ষ কাজী মো. আবদুল হান্নান জানান, ২০১১ সালে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণের পর সরকারের নির্দেশনায় ডিজিটাল শিক্ষা (২০৪১) আইসিটি ও এসডিজি ৪ বাস্তবায়নের লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করেন। এর ফলে মাদ্রাসাটি ২০১৬,২০১৭ ও ২০১৯ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে আনোয়ারা উপজেলার শ্রেষ্ঠ মাদ্রাসা এবং ২০১৯ সালে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ মাদ্রাসার স্বীকৃতি লাভ করে। পাশাপাশি তিনিও ২০১৬,২০১৭ এবং ২০১৯ সালে আনোয়ারা উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষের খেতাব লাভ করেন। 

 ২০২০ সালের এপ্রিল মাসে এটুআই কর্তৃক চট্টগ্রাম জেলা শিক্ষক অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত হয়েছেন। আর ১৬ আগস্ট সোমবার সারা দেশের 'সেরা নেতৃত্ব' সম্মানে ভূষিত হন। 

আনোয়ারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন জানান, শিক্ষা মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত এটুআই কর্তৃক 'শিক্ষক বাতায়ন' কর্তৃপক্ষ ১৬ আগস্ট সোমবার সারা দেশের একজন 'সেরা নেতৃত্ব' মনোনীত করেছেন। আনোয়ারা উপজেলাধীন বখতিয়ার পাড়া চারপীর আউলিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ কাজী মো. আবদুল হান্নান এই মনোনয়ন পেয়েছেন। চলতি আগস্ট মাসে তিনি এ নেতৃত্বে থাকবেন। তিনি আরও বলেন, এটি একটি বড় সম্মান ও গৌরবের। শিক্ষা মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত এটুআই 'শিক্ষক বাতায়ন' কর্তৃপক্ষ প্রতি মাসে সারা দেশ থেকে একজন 'সেরা নেতৃত্ব' মনোনীত করে থাকে। 

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু