হোম > সারা দেশ > চট্টগ্রাম

মাদক কারবারে বাধার জেরে খুন হন কৃষক দলের নেতা নাছির

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

কৃষক দলের নেতা নাছির উদ্দিন। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে মাদক কারবারে বাধা দেওয়ায় উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় করা মামলায় এমন অভিযোগ করেছেন তাঁর স্ত্রী মোমেনা আক্তার।

মোমেনা বাদী হয়ে গতকাল শুক্রবার রাতে সীতাকুণ্ড মডেল থানায় মামলাটি করেন। এতে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা চার-পাঁচজনকে আসামি করা হয়েছে। মামলার পর পুলিশ রাতভর অভিযান চালিয়ে এজাহারনামীয় চার আসামিকে গ্রেপ্তার করে। আজ শনিবার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন দক্ষিণ রহমতনগরের মো. আনোয়ার, হাতিলোটার মো. বশির (৩৪), মুরাদপুরের মো. রাসেল ওরফে মুরগি রাসেল ও পেশকারপাড়ার মো. আরমান শাকিল (৩৮)। তাঁদের মধ্যে বশির বাড়বকুণ্ড ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক, রাসেল মুরাদপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক, আরমান মুরাদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও আনোয়ার স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা।

মামলা সূত্রে জানা গেছে, এলাকায় প্রকাশ্যে মাদকের কারবার ও দলীয় আধিপত্য বিস্তারে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন কৃষক দলের নেতা নাছির। এ নিয়ে আসামিদের সঙ্গে তাঁর একাধিকবার বাগ্‌বিতণ্ডা হয়েছিল এবং আসামিরা তাঁকে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দিয়েছিলেন। যার জেরে আসামিরা পরিকল্পিতভাবে গত বুধবার ইফতারের পর বাড়ি থেকে গরুর খামারে যাওয়ার পথে মোটরসাইকেল আরোহী নাছিরের গতিরোধ করেন। পরে নাছিরের সঙ্গে থাকা প্রতিবন্ধী ছেলে নাফিজ উদ্দিনকে দূরে সরিয়ে নিয়ে নাছিরকে রাম দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।

এ বিষয়ে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর বলেন, কৃষক দলের নেতা নাছির হত্যার ঘটনায় তাঁর স্ত্রী বাদী হয়ে মামলা করেছেন। মামলার পর অভিযান চালিয়ে এজাহারনামীয় চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তাঁদের আজ দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প