হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে সাবেক এমপিসহ বিএনপির ৫ নেতাকে দল থেকে অব্যাহতি

লক্ষ্মীপুর ও রামগঞ্জ প্রতিনিধি

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিনসহ পাঁচ নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান। 

আজ মঙ্গলবার সকালে হাসিবুর রহমান জানান, বিভিন্ন সময়ে সভা-সমাবেশে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সিনিয়র নেতাদের বিরুদ্ধে কুৎসা রটনাসহ একাধিক অভিযোগে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী তাঁদের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর আগে ১২ নভেম্বর অব্যাহতি পাওয়া নেতাদের সাত দিনের সময় দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। 
 
অব্যাহতি দেওয়া বাকি নেতারা হলেন রামগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সাহাবুদ্দিন তুর্কি, আবদুর রহিম ভিপি, পৌর বিএনপির সদস্যসচিব মিয়া মো. আলমগীর, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক জাকির হোসেন মোল্লা। 

দলীয় সূত্রে জানা যায়, ওই পাঁচ নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা বিএনপির দলীয় প্যাডে অব্যাহতিপত্র লিখে পাঠানো হয়। এতে জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু ও যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান স্বাক্ষর করেছেন। 

কয়েক মাস আগে উপজেলা বিএনপির সদস্যসচিব মাহাবুবুল আলম বাহারকে অব্যাহতি দিয়ে কেন্দ্র থেকে চিঠি পাঠানো হয়। কিন্তু কেন্দ্রের নির্দেশনা উপেক্ষা করে জেলা কমিটি তাঁকে ওই পদেই বহাল রাখে। এতে নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পাশাপাশি নিজেদের পছন্দের লোকজনকে কমিটিতে আনতে পাঁচ নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে নাম প্রকাশে একাধিক নেতা জানিয়েছেন। তবে এই মুহূর্তে দল থেকে তাঁদের অব্যাহতি দেওয়া ঠিক হয়নি। কারণ সামনে আন্দোলন-সংগ্রাম। তাঁদের অব্যাহতি দেওয়ায় দলের ক্ষতি হয়েছে বলেও অনেকেই জানান। 

রামগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক পদ থেকে সদ্য অব্যাহতি পাওয়া নাজিম উদ্দিন আহম্মেদ সাংবাদিকদের জানান, জেলা বিএনপির কয়েকজন নেতা একপেশে সিদ্ধান্ত নিয়ে তাঁদের অন্যায়ভাবে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছেন। এ বিষয়ে তাঁরা কেন্দ্রীয় কমিটির কাছে আবেদন করবেন। এর বেশি কিছু বলার নাই। 

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে