হোম > সারা দেশ > চট্টগ্রাম

এমপি মোস্তাফিজের বাড়ির কেন্দ্রে ভোটের লাইনে কিশোরেরা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের বাঁশখালীতে ভোটের সারিতে বেশ কয়েকজন কিশোরকে দেখা গেছে। উপজেলার জালিয়াঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। কেন্দ্রটি বাঁশখালী আসনের নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য (এমপি) মোস্তাফিজুর রহমান চৌধুরীর বাড়ির পাশেই।

সরেজমিন ওই কেন্দ্রে গিয়ে দেখা গেছে, দ্বিতীয় তলাবিশিষ্ট ওই কেন্দ্রের নিচে ভোটারের দীর্ঘ সারি। ভোটকেন্দ্রের ভেতরেও শতাধিক মানুষের জটলা। এখানে যারা সারিতে দাঁড়িয়েছে, তাদের বেশির ভাগেরই বয়স ১২ থেকে ১৪ বছর।

এ সময় দেখা গেছে, এখানে নৌকা ছাড়া আর কোনো প্রার্থীর এজেন্ট নেই। ভোটার না হয়েও ভোট দেয় বেশ কয়েকজন কিশোর। এমন একজন (১২) ভোট দিয়ে বের হলে জাতীয় পরিচয়পত্র আছে কি না জানতে চাইলে কোনো জবাব না দিয়ে চলে যায়। ওই কিশোরের সঙ্গে এসেছে আরও ১০-১২ জন কিশোর। তাদের কারও জাতীয় পরিচয়পত্র নেই।

তবে ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. গিয়াস উদ্দিন চৌধুরী আজকের পত্রিকার কাছে দাবি করেন, ‘ভোটার না হয়েও যারা লাইনে দাঁড়িয়েছে, তাদের বের করে দিয়েছি। তাদের ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়নি।’ তিনি আরও বলেন, এই কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৯৯ জন। সকাল ১০টা পর্যন্ত ভোট পড়েছে ৭১৩টি।

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প