হোম > সারা দেশ > চট্টগ্রাম

এমপি মোস্তাফিজের বাড়ির কেন্দ্রে ভোটের লাইনে কিশোরেরা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের বাঁশখালীতে ভোটের সারিতে বেশ কয়েকজন কিশোরকে দেখা গেছে। উপজেলার জালিয়াঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। কেন্দ্রটি বাঁশখালী আসনের নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য (এমপি) মোস্তাফিজুর রহমান চৌধুরীর বাড়ির পাশেই।

সরেজমিন ওই কেন্দ্রে গিয়ে দেখা গেছে, দ্বিতীয় তলাবিশিষ্ট ওই কেন্দ্রের নিচে ভোটারের দীর্ঘ সারি। ভোটকেন্দ্রের ভেতরেও শতাধিক মানুষের জটলা। এখানে যারা সারিতে দাঁড়িয়েছে, তাদের বেশির ভাগেরই বয়স ১২ থেকে ১৪ বছর।

এ সময় দেখা গেছে, এখানে নৌকা ছাড়া আর কোনো প্রার্থীর এজেন্ট নেই। ভোটার না হয়েও ভোট দেয় বেশ কয়েকজন কিশোর। এমন একজন (১২) ভোট দিয়ে বের হলে জাতীয় পরিচয়পত্র আছে কি না জানতে চাইলে কোনো জবাব না দিয়ে চলে যায়। ওই কিশোরের সঙ্গে এসেছে আরও ১০-১২ জন কিশোর। তাদের কারও জাতীয় পরিচয়পত্র নেই।

তবে ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. গিয়াস উদ্দিন চৌধুরী আজকের পত্রিকার কাছে দাবি করেন, ‘ভোটার না হয়েও যারা লাইনে দাঁড়িয়েছে, তাদের বের করে দিয়েছি। তাদের ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়নি।’ তিনি আরও বলেন, এই কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৯৯ জন। সকাল ১০টা পর্যন্ত ভোট পড়েছে ৭১৩টি।

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

টেকনাফে গুলিবিদ্ধ শিশু আফনান ও মাইন বিস্ফোরণে আহত হানিফের পরিবারকে আর্থিক সহায়তা

খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসার সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ

‘জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব’— বিজিবিতে নিয়োগ পেয়ে ফেলানীর ভাই

বিজিবির সদস্যরা কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষক নয়: শপথ অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

ছেঁড়াদিয়া দ্বীপ: বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান