হোম > সারা দেশ > চট্টগ্রাম

চন্দনাইশে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক ১ 

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় সন্দেহভাজন জাহাঙ্গীর আলম (৫১) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় তাঁর স্বীকারোক্তি অনুযায়ী চুরি যাওয়া স্বর্ণের চোখ, টিকলি ও স্বর্ণপদক উদ্ধার করেছে পুলিশ। 

গত রোববার রাতে অভিযান চালিয়ে বৈলতলী এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটকের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি চুরির ঘটনায় জড়িত বলে স্বীকার করেছেন। তাঁর দেওয়া তথ্যমতে, সাতকানিয়া সরোয়ার বাজারের বাসু কান্তি ধরের ‘মা স্বর্ণ বিতান’ থেকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়। 

পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ মার্চ আনুমানিক রাত ১২টা থেকে সকাল ৬টার মধ্যে চন্দনাইশ থানার বরমা ইউনিয়নের শ্রী শ্রী জ্বালা কুমারী ও রাম ঠাকুর মন্দিরের প্রতিমার গায়ে থাকা ৩টি স্বর্ণের চোখ ও ১টি টিকলি চুরি যায়। যার অনুমানিক মূল্য ৪০ হাজার টাকা। 

এর আগের দিন ১০ মার্চ সকাল ৬টা থেকে ৭টার মধ্যে একই উপজেলার বৈলতলী ইউনিয়নের শ্রী শ্রী সত্যনারায়ণ বিগ্রহ মন্দির থেকে আনুমানিক ২০ হাজার টাকা মূল্যের ২টি স্বর্ণপদক চুরি হয়। এই দুই চুরির ঘটনায় অজিত মিত্র নামে এক ব্যক্তি বাদী হয়ে ৪–৫ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা করেন। 

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, বিষয়টি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও ব্যাপক তথ্য উপাত্ত পর্যালোচনা করে বৈলতলী এলাকা থেকে জাহাঙ্গীর আলমকে আটক করা হয়। গতকাল সোমবার আটক আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

চট্টগ্রামে সুন্নিজোট প্রার্থীর গাড়িতে হামলা

সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

নিহত র‍্যাব কর্মকর্তা মোতালেব হোসেনের কবর জিয়ারত করলেন বিএনপি নেতারা

মতলব উত্তর যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই

ফেনীতে মাধ্যমিক বিদ্যালয়ে দুর্বৃত্তের আগুন

পরিত্যক্ত পানিতে লবণ তৈরি

মিরসরাইয়ে জমি নিয়ে বিরোধে শিশুকে আছাড় মেরে হত্যা, মাকে মারধর

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৯ জন কারাগারে

চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়াল নভোএয়ার