হোম > সারা দেশ > কক্সবাজার

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ সৈকতের মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে ট্রলারডুবিতে নিখোঁজ নুর মোহাম্মদ সৈকতের (২২) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার শাহপরীর দ্বীপ জিরো পয়েন্টে মরদেহটি ভেসে আসে। 

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।  

নিহত নুর মোহাম্মদ সৈকত সেন্ট মার্টিনের বাসিন্দা ছলিম উল্লার ছেলে।

সেন্ট মার্টিন বোট মালিক সমিতির সভাপতি রশিদ আহমদ বলেন, আজ বেলা সাড়ে ৩টার দিকে শাহপরীর দ্বীপ জিরো পয়েন্টের ভাঙার মুখে নুর মোহাম্মদের মরদেহ ভেসে আসে। 

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এর আগে সকালে ট্রলারডুবির পর নিখোঁজ সৈকতকে স্পিডবোট নিয়ে সাগরে খুঁজতে গিয়ে নিখোঁজ হওয়া মো. ইসমাঈল (২৮) ও মোহাম্মদ ফাহাদের (৩০) মরদেহ উদ্ধার করা হয়।  

গত বুধবার বেলা আড়াইটার দিকে টেকনাফ থেকে নিত্যপণ্য ও যাত্রী নিয়ে এফবি সাদ্দাম নামের একটি ট্রলার সেন্ট মার্টিন দ্বীপ যাওয়ার পথে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়।  ট্রলারটিতে ৬ জন মাঝিমাল্লাসহ ১২ জন যাত্রী ছিলেন।

ঘটনার পরপরই সেন্ট মার্টিন ঘাট থেকে কয়েকটি ফিশিং ট্রলার, কয়েকটি স্পিড বোট সাগরে উদ্ধার তৎপরতা শুরু করে। উদ্ধারকারীরা ট্রলারের ১১ যাত্রীকে উদ্ধার করতে পারলেও  নুর মোহাম্মদ সৈকত নামে এক তরুণ নিখোঁজ হয়। এই তরুণকে উদ্ধার করতে গিয়ে মো. ফাহাদ ও মো. ইসমাইল স্পিডবোট নিয়ে সাগরে ডুবে যায়।

ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নেতা-কর্মীদের প্রতি গোলাম আকবরের আহ্বান

বোয়ালখালীতে শিকলে বেঁধে রিকশাচালককে নির্যাতন, উদ্ধার করল পুলিশ

কুমিল্লায় নির্বাচনের মিছিলে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু

চাঁদপুরে ট্রাকচাপায় শিশু নিহত

এবার আমরা সরকার গঠন করব: জামায়াত নেতা ডা. তাহের

ভাসানচর থেকে পালিয়ে আসা শিশুসহ ৭ রোহিঙ্গা আটক

চট্টগ্রামে সুন্নিজোট প্রার্থীর গাড়িতে হামলা

সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

নিহত র‍্যাব কর্মকর্তা মোতালেব হোসেনের কবর জিয়ারত করলেন বিএনপি নেতারা

মতলব উত্তর যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার