হোম > সারা দেশ > নোয়াখালী

হাতিয়ায় দেড় শ মণ জাটকা জব্দ, দেওয়া হলো এতিমখানায়

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় দেড় শ মণ জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড। গতকাল শনিবার রাতে জব্দ করার পর এসব মাছ উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়। এ সময় ১২ জন মাছ ব্যবসায়ীকে ৩ হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

হাতিয়া কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোস্ট গার্ডের একটি দল। অভিযানে জাগলার চরের কাছে দুটি মাছবোঝাই ট্রলার আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণ জাটকা পাওয়া যায়। ব্যবসায়ীরা এসব মাছ ভোলার মনপুরা থেকে চেয়ারম্যানঘাট হয়ে দেশের বিভিন্ন জায়গায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

পরে দুটি ট্রলারসহ ১২ মাছ ব্যবসায়ীকে আটক করে তমরদ্দি কোস্ট গার্ড ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম সরোয়ার আটক সবাইকে ৩ হাজার টাকা করে ৩৬ হাজার টাকা জরিমানা ও জব্দ মাছ এতিমখানায় বিতরণ করে দেন।

হাতিয়া কোস্ট গার্ডের স্টেশনের কমান্ডার এম রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘অনেক দিন ধরে কিছু জেলে গোপনে জাটকা শিকার করছেন। এসব জাটকা ব্যবসায়ীরা দেশের বিভিন্ন অঞ্চলে নিয়ে বিক্রি করছেন। অভিযান চালিয়ে জাটকাবোঝাই দুটি ট্রলার আটক করা হয়। আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

কুমিল্লায় নির্বাচনের মিছিলে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু

চাঁদপুরে ট্রাকচাপায় শিশু নিহত

এবার আমরা সরকার গঠন করব: জামায়াত নেতা ডা. তাহের

ভাসানচর থেকে পালিয়ে আসা শিশুসহ ৭ রোহিঙ্গা আটক

চট্টগ্রামে সুন্নিজোট প্রার্থীর গাড়িতে হামলা

সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

নিহত র‍্যাব কর্মকর্তা মোতালেব হোসেনের কবর জিয়ারত করলেন বিএনপি নেতারা

মতলব উত্তর যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই

ফেনীতে মাধ্যমিক বিদ্যালয়ে দুর্বৃত্তের আগুন