হোম > সারা দেশ > চট্টগ্রাম

মিরসরাইয়ে ট্রাকচাপায় বৃদ্ধা নিহত

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওয়ার্লেস এলাকায় ট্রাকচাপায় ফাতেমা বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হন। আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

নিহত ফাতেমা বেগম সদর ইউনিয়নের মধ্যম তালবাড়িয়া গ্রামের মৃত লাতু মিয়ার স্ত্রী। 

জানা গেছে, আজ সকালে স্থানীয় মিঠাছড়া বাজারে শীতল পাটি বিক্রি করতে যাচ্ছিলেন ফাতেমা বেগম। পথে ওয়ার্লেস এলাকায় পৌঁছালে চট্টগ্রামগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং তাঁকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান তিনি। 

এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর বলেন, আজ সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওয়ার্লেস এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক উল্টে যায়। এ সময় ফাতেমা বেগম নামে এক বৃদ্ধা চাপা পড়ে মারা যান। 

ওসি আরও বলেন, মরদেহ ও ঘাতক ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছেন। 

ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নেতা-কর্মীদের প্রতি গোলাম আকবরের আহ্বান

বোয়ালখালীতে শিকলে বেঁধে রিকশাচালককে নির্যাতন, উদ্ধার করল পুলিশ

কুমিল্লায় নির্বাচনের মিছিলে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু

চাঁদপুরে ট্রাকচাপায় শিশু নিহত

এবার আমরা সরকার গঠন করব: জামায়াত নেতা ডা. তাহের

ভাসানচর থেকে পালিয়ে আসা শিশুসহ ৭ রোহিঙ্গা আটক

চট্টগ্রামে সুন্নিজোট প্রার্থীর গাড়িতে হামলা

সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

নিহত র‍্যাব কর্মকর্তা মোতালেব হোসেনের কবর জিয়ারত করলেন বিএনপি নেতারা

মতলব উত্তর যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার