চট্টগ্রামের বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ১০টি বসতঘর পুড়ে গেছে। ঘরে থাকা অবস্থায় এক শারীরিক প্রতিবন্ধী আগুনে দগ্ধ হয়েছেন। গুরুতর আহত ওই প্রতিবন্ধী এখন চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আজ মঙ্গলবার বেলা ১টার দিকে বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জঙ্গল কোকদন্ডী কাজীর পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন আব্দুস ছবুরের ছেলে মো. করিম, মৃত নুর আহমদের ছেলে (২) মো. ইসমাইল, মৃত ফোরক আহমদের ছেলে (৩) শামসু মিয়া ও (৪) এন্তু মিয়া, মৃত মোক্তার আহমদের ছেলে (৫) মো. ইলিয়াছ, রশিদ আহমদের ছেলে (৬) মো. মানুন ও (৭) মো. হাসান, কায়ছার আহমদের ছেলে (৮) মো. শাকিল, মৃত রশিদ আহমদের স্ত্রী (৯) আনোয়ারা বেগম ও এন্তু মিয়ার ছেলে (১০) মো. নুরুল ইসলাম।
কালীপুর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আ. ন. ম শাহাদত আলম বলেন, ‘অগ্নিকাণ্ডে ঘরগুলো সম্পূর্ণ পুড়ে গেছে। ঘর থেকে কোনো মালামাল বের করতে পারেনি। অগ্নিকাণ্ডে এক শারীরিক প্রতিবন্ধী আগুনে দগ্ধ হয়েছে।’