হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাঁশখালীতে আগুনে পুড়ল ১০ বসতঘর, আহত এক প্রতিবন্ধী

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ১০টি বসতঘর পুড়ে গেছে। ঘরে থাকা অবস্থায় এক শারীরিক প্রতিবন্ধী আগুনে দগ্ধ হয়েছেন। গুরুতর আহত ওই প্রতিবন্ধী এখন চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ মঙ্গলবার বেলা ১টার দিকে বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জঙ্গল কোকদন্ডী কাজীর পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

এই অগ্নিকান্ডে নুরুল ইসলাম মেয়ে খালেদা বেগম (৩২) শারীরিক প্রতিবন্ধী হওয়ায় ঘর থেকে বের হতে না পারায় শরীরের বিভিন্ন অঙ্গ আগুনে পুড়ে গেছে। তাঁকে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন আব্দুস ছবুরের ছেলে মো. করিম, মৃত নুর আহমদের ছেলে (২) মো. ইসমাইল, মৃত ফোরক আহমদের ছেলে (৩) শামসু মিয়া ও (৪) এন্তু মিয়া, মৃত মোক্তার আহমদের ছেলে (৫) মো. ইলিয়াছ, রশিদ আহমদের ছেলে (৬) মো. মানুন ও (৭) মো. হাসান, কায়ছার আহমদের ছেলে (৮) মো. শাকিল, মৃত রশিদ আহমদের স্ত্রী (৯) আনোয়ারা বেগম ও এন্তু মিয়ার ছেলে (১০) মো. নুরুল ইসলাম।

বাঁশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এর টিম লিডার আবুল বশর বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলের গাড়ি নিয়ে প্রবেশ করতে পারিনি। পরে ভ্যানগাড়ি ও কাঁধে করে মালামাল নিয়ে এসে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুনের সূত্রপাত কোথা থেকে তা এখনো নিশ্চিত হতে পারিনি।’

কালীপুর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আ. ন. ম শাহাদত আলম বলেন, ‘অগ্নিকাণ্ডে ঘরগুলো সম্পূর্ণ পুড়ে গেছে। ঘর থেকে কোনো মালামাল বের করতে পারেনি। অগ্নিকাণ্ডে এক শারীরিক প্রতিবন্ধী আগুনে দগ্ধ হয়েছে।’

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত